শ্বশুরবাড়ির ক্ষতি করেও সেরা জামাই ‘জগদ্ধাত্রী’র ঘরশত্রু বিভীষণ দেবু! ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দর্শকরা

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sangsar Award) নিয়ে বিতর্ক অব্যাহত। দর্শকদের অধিকাংশই মোটেই খুশি নন এবারের শো নিয়ে। তাদের মতে রীতিমতো অবিচার করা হয়েছে ‘মিঠাই’ এর সঙ্গে। নামমাত্র কয়েকটি অ্যাওয়ার্ড এই সিরিয়ালের হাতে উঠলেও সিংহভাগই নিয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। আর এতেই ক্ষুব্ধ দর্শকমণ্ডলী। বিশেষত কিছু কিছু অ্যাওয়ার্ড দেওয়ার যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না তাঁরা।

এবারে সেরা জুটির পুরস্কার উঠেছে নবাগতা জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর হাতে। অনেকে খুশি হলেও বেশিরভাগের প্রশ্ন, যে সিরিয়ালে নায়িকাই সর্বেসর্বা, নায়কের দেখা মেলে না বললেই চলে তারা সেরা জুটি হয় কোন যুক্তিতে? তবে সেরা জামাইয়ের অ্যাওয়ার্ড দেখে কার্যত চোখ কপালে উঠেছে দর্শকদের।

jagaddhatri debu

এবারে সোনার সংসারে সেরা জামাইয়ের পুরস্কার উঠেছে ‘খেলনা বাড়ি’র অর্ক এবং ‘জগদ্ধাত্রী’র দেবু। এটা দেখেই হতভম্ব দর্শকরা। সারাটা সময় শ্বশুরবাড়ির কীভাবে ক্ষতিসাধন করা যায় সেই ফন্দি আঁটে যে জামাই, সে কী করে সেরা হয়? একজন লিখেছেন, ‘আমি তো জানতাম এতো দিন জামাই রা যদি বাড়ির ছেলের মতো হয় তাদের প্রিয় জামাই বলে মানে। কিন্তু এটা তো উলটো যেই জামাই নিজের শ্বশুর বাড়ির ক্ষতি করে সেই আবার প্রিয় জামাই হয়ে গেলো’।

আবার আরেকজন লিখেছেন, ‘অর্ক পেয়েছে মানা যায় বাট ভিলেন কি করে প্রিয় জামাই হয় তা বুঝতে আমরা আমজনতা অনেক আগেই বুঝেছি’। শুধু জগদ্ধাত্রী নয়, ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের দত্ত পরিবার সেরা পরিবার হওয়ায় কটাক্ষ করেছেন কয়েকজন। উঠোনের মাঝে বেড়া দিয়ে বাড়ি ভাগ করা, কূটকাচালি করা পরিবারই কিনা সেরা! ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন কয়েকজন।

sonar sangsar mithai

এবারের সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের ঝুলিতেই উঠেছে বেশিরভাগ পুরস্কার। এতে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এমনকি কয়েকজন এমনো অভিযোগ করেছেন, পুরস্কার কিনেছে জগদ্ধাত্রী সিরিয়াল।

Niranjana Nag

সম্পর্কিত খবর