বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে সুখবর। মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। জানিয়ে রাখি, এক ধাক্কায় পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। বহুদিনের অপেক্ষার পর অবশেষে এই ভাতা বৃদ্ধি করা হয় রাজ্য সরকার (State Government) তরফে। তবে রাজ্যের সকল কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি।
সূত্রের খবর, রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদের (Government Emoloyees) মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। ডিএ বেড়েছে পাঁচ শতাংশ। সম্প্রতি এই ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। ত্রিপুরার শক্তিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন যে ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের ডিএ পাঁচ শতাংশ হারে বাড়ানো হচ্ছে। যা কার্যকর হচ্ছে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে।
আসলে কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল ত্রিপুরাতে। গত অক্টোবর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। যার ফলে বর্তমানে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় বর্তমানে ৩০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদেরও ডিএ বাড়ানো হল। সরকার তরফে জানানো হয়েছে এই ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বাড়তি ৫৫ লাখ টাকা ব্যয় হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও ৩% হারে ডিএ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা সপ্তম পে কমিশনের আওতায় ৫৩% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সেই ঘোষণার পরই কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও ডিএ বৃদ্ধি করেছে। তবে ব্যতিক্রম কেবল পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন: মমতার দাওয়াই! রোগী কল্যাণ সমিতির মাথা থেকে ছেঁটে ফেলা হল তৃণমূল নেতাদের, কারা পেলেন নয়া দায়িত্ব?
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে গত বছর ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মিলেছিল। এই আবহে সরকারি কর্মীদের একাংশ আশা করছেন এবারেও ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।