রেশন গ্রাহকদের পোয়া বারো! ডিসেম্বরে মিলবে প্রচুর সামগ্রী! আগেভাগেই দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। এখান থেকে পাওয়া চাল, গম দিয়ে সংসার চলে অনেকের। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই এবার যেমন রেশন গ্রাহকদের জন্য ‘সুখবর’ চলে এসেছে। কোন কার্ডে কত সামগ্রী (Ration Items) পাওয়া যাবে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই তালিকা।

  • ডিসেম্বরে মিলবে অঢেল রেশন সামগ্রী (Ration Items)!

পশ্চিমবঙ্গে রেশন কার্ডের (Ration Card) একাধিক ধরণের কথা কমবেশি সকলেই জানেন। কার্ডের ধরণ ভেদে রেশন সামগ্রীর পরিমাণ নির্ধারণ করে সরকার। যার কাছে যে কার্ড রয়েছে, তার ভিত্তিতে তিনি নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পান।

এখন আবার রেশনে জালিয়াতি আটকাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন কার্ডে কত সামগ্রী (Ration Items) পাওয়া যাবে সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। ডিসেম্বরেও এর অন্যথা হয়নি। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই মাসে কোন রেশন কার্ডে কত সামগ্রী মিলবে।

আরও পড়ুনঃ ‘বাংলার সরকারি সম্পত্তি নষ্ট হলে…’! বাংলাদেশ ইস্যুর প্রেক্ষিতে কড়াকড়ি! বিরাট নির্দেশ হাইকোর্টের

  • অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY Ration Card)

যে সকল রেশন গ্রাহকের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে তাঁরা পরিবার পিছু ডিসেম্বর মাসে ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা কিংবা ১৪ কেজি গম (যেটা মিলবে) এবং ১ কেজি চিনি পাবেন।

  • স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH & PHH Ration Card)

এই দুই ধরণের রেশন কার্ড যাদের রয়েছে, তাঁরা ডিসেম্বর মাসে মাথাপিছু ২.৫ কেজি চাল, ২ কেজি গম কিংবা ১ কেজি ময়দা পাবেন।

Ration items

  • রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড (RKSY-I & RKSY-II Ration Card)

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ তথা RKSY-I কার্ডে গ্রাহক পিছু ৫ কেজি করে চাল এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ তথা RKSY-II কার্ডে ২ কেজি করে চাল মিলবে।

এছাড়াও যে সকল রেশন গ্রাহকের জঙ্গলমহল কার্ড রয়েছে তাঁদের জীবিকা নির্বাহের জন্য বাড়তি রেশন সামগ্রী (Ration Items) দেওয়া হবে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে পাহাড় নিবাসী ও চা বাগানের শ্রমিকদের জন্যেও বাড়তি সামগ্রী বরাদ্দ করা হবে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর