বিরাট ঘোষণা! পেট্রোলের উপর আর লাগবে না আবগারি শুল্ক, ছাড় ডিজেলেও

বাংলাহান্ট ডেস্ক : পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) উপর আবারও বড়ো ঘোষণা ভারত সরকারের (Government of India)। পেট্রোলিয়াম জাত দ্রব্য (Petroleum) রপ্তানিতে (Export) লাগু হওয়া আবগারি শুল্কে (Excise Duty) এবার বিরাট ছাড় দেওয়া হলো সরকারের তরফ থেকে। গত ৩০ জুন কেন্দ্রীয় সরকারের অর্থ দফতর (Finance Ministry) পেট্রোলিয়াম জাত দ্রব্যে নতুন শুল্কের হার ঘোষণা করে। তারপরই নাভিশ্বাস উঠতে শুরু হয় আমদানি-রপ্তানি ব্যবসার (Export-Import Business) সঙ্গে জড়িত মানুষদের।

অর্থ মন্ত্রকের ঘোষণায় খুশির ঢেউ ব্যবসায়ী মহলে। জানা যাচ্ছে, পেট্রোলিয়াম জাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে আবগারি শুল্ক ধীরে ধীরে তুলে নিতে চাইছে কেন্দ্র সরকার। আগে পেট্রোলের উপর আবগারি শুল্ক ছিল ৫ টাকা। এবার এই শুল্কও বিলুপ্ত করার পথে হাঁটছে ভারত সরকার। ছাড় দেওয়া হয়েছে ডিজেলের রাপ্তানি শুল্কেও। আগে ডিজেল রপ্তানির জন্য আবগারি শুল্ক নেওয়া হতে ১২ টাকা। নতুন ঘোষণায় সেটাকেই কমিয়ে করা হয়েছে ১০ টাকা। এছাড়া শুল্ক কমানো হলো উড়োজাহাজের জ্বালানিতেও। অর্থ মন্ত্রক ঘোষণা করেছে এটিএফ বা অ্যাভিয়েশন ট্রাইব্যুনাল ফুয়েল রপ্তানিতে আবগারি শুল্ক লাগবে ৪ টাকা। আগে এই শুল্কের হার ছিল ৬ টাকা।

আবগারি শুল্ক কমানো হলো ক্রড অয়েলের রপ্তানির ক্ষেত্রেও। জানা যাচ্ছে, অপরিশোধনীয় তেলের ক্ষেত্রে রপ্তানি শুল্ক প্রতি কিলোতে ২৩,২৫০ টাকা থেকে কমিয়ে ১৭০০০ টাকা করা হয়েছে। অর্থ দফতরের এই সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্যে আরও সুবিধা দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ফিনান্স ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, এবার থেকে পেট্রোল ডিজেলের উপর অতিরিক্ত ১ টাকা শুল্কও আর লাগবে না। এসইজেড বা স্পেশাল ইকোনমিক জোন থেকে রপ্তানি হওয়া পেট্রোল-ডিজেলে লাগবে না কোনও আবগারি শুল্ক। এখন দেখার কেন্দ্রীয় অর্থ দফতরের এই ঘোষণার কতটা প্রভাব পরতে পারে ভারতীয় অর্থনীতিতে।

Sudipto

সম্পর্কিত খবর