ঘর বানানো এখন হয়ে গেল সস্তা, অনেকটাই কমে গেল সিমেন্টের দাম! দেখুন আজকের রেট

বাংলাহান্ট ডেস্ক : নতুন বাড়ি বানাতে চান? সিমেন্ট আনাতে পারেন পাঞ্জাব থেকে। খরচ পড়বে অনেক কম। অবাক লাগলেও সত্যি। পাঞ্জাবে অস্বাভাবিক ভাবে কমে গেছে সিমেন্টের দাম। কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছে নতুন বানাতে বাড়ি তৈরি করতে চাওয়া মানুষজন।

বেশ নিশ্চিন্ত হল পাঞ্জাবের বাড়ি তৈরি করতে চাওয়া মানুষজন। অস্বাভাবিক পতন হয়েছে সিমেন্টের দামে। কিছুদিন আগে পর্যন্ত সিমেন্টের দাম খুব বেড়ে গিয়েছিল। যার প্রত্যক্ষ প্রভাব পরেছিল মধ্যবিত্ত মানুষের উপর। কিন্তু হঠাৎই সিমেন্টের দাম কমে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ। যে সিমেন্ট কিছু দিন আগে কিনতে হয়েছিল ৪৫০ টাকায় সেই সিমেন্টঃ এখন পাওয়া যাচ্ছ ৪৩০ টাকায়। অর্থাৎ এক ধাক্কায় ২০ কমেছে সিমেন্টের দাম।

গত একমাস ধরে এক বস্তা সিমেন্টে প্রায় ৪০-৬০ টাকা দাম বেড়েছিল। স্টেট বিল্ডারদের সমষ্টি কনফেডারেশন অব রিয়েল এস্টেট ডেভলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সম্প্রতিই সিমেন্ট আর স্টিল সহ কাঁচামালের দামে নিরন্তর বৃদ্ধি নিয়ে চিন্তা প্রকাশ করেছিল। ক্রেডাই জানিয়েছিল, নির্মাণের বৃদ্ধি পাওয়া মূলধনের ভরপাই করার জন্য বাড়ির দামও ১০-১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। কিন্তু গতকালই ২০ টাকা দাম কমেছে সিমেন্টের। ব্যবসায়ি মহল মনে করছে স্টিলের দাম কমার জন্যই দাম কমেছে সিমেট্রিরও। ২০ টাকা কমলেও দাম এখনও যে অনেকটাই বেশি তা বলাই যায়।

Untitled design 28 3

সম্প্রতি আদানি গোষ্ঠী হোলসিস গ্রুপকে অধিগ্রহন করেছে প্রায় ১০.৫ আরব ডলার দিয়ে। ভারতের সবচেয়ে বড় দুটি সিমেন্ট কম্পানি অম্বুজা এবং এসিসি সিমেন্টে হোলসিস গ্রুপের সমস্ত শেয়ার ১০.৫ আরব ডলারে কিনে নেওয়ার পরিকল্পনা করে। এরপর থেকেই সিমেন্টের দাম হ্রাস পাওয়া শুরু করেছে।


Sudipto

সম্পর্কিত খবর