জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় একাদশে ফিরলেন এই তারকা পেসার, লক্ষ্য T-20 বিশ্বকাপ স্কোয়াড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে চোট কাটিয়ে ভারতীয় স্কোয়াডে ফিরেছিলেন দীপক চাহার। হাতে আর খুব বেশি সময় নেই ভারতীয় দলের।সামনেই রয়েছে হাইভোল্টেজ এশিয়া কাপ এবং তারপরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরাটা খুবই কঠিন বলে মনে করা হচ্ছে। তবে এর মাঝে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সময় যদি তাকে স্কোয়াডে সুযোগ দেওয়া হতে পারে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার ক্ষীণ আশা জাগতে পারে তার জন্য।

তবে সেই দুটি সিরিজেও নতুন কারোর পক্ষে সুযোগ পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে। কারণ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে ইতিমধ্যেই ৮০-৯০ শতাংশ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্ধারণ করা হয়ে গিয়েছে। ফলে বিশ্বকাপের আগে ওই দুটি সিরিজে সেই ক্রিকেটারদেরই বেশি করে সুযোগ দিতে চাইবেন রোহিত যারা অস্ট্রেলিয়া যাচ্ছেন বিশ্বকাপ খেলতে।

deepak chahar 2

তবেই নিজের যোগ্যতা দেখিয়ে আবারও একবার ভারতীয় দলে কামব্যাক করার একটা ছোট্ট হলেও সুযোগ পেয়েছেন দীপক চাহার। দুর্ভাগ্যবশত গত ফেব্রুয়ারির পর থেকে তিনি আর কোনওরকম ক্রিকেট খেলতে পারেননি। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে গিয়েছিলেন। আজ দীর্ঘদিন পর জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচের প্রথম একাদশে তিনি সুযোগ পেলেন। তিনটি ওডিআইতে দুর্দান্ত কিছু করে দেখাতে পারলে আবার হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ভাবতে পারে।

কিন্তু ইতিমধ্যে অর্শদীপ সিং আবেশ খান, মহম্মদ সিরাজra দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেদের দাবি পেশ করে রেখেছেন দলে জায়গা পাওয়ার। যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার, এই তিনজনই যদি বড় কোন চোট-আঘাত ভারতীয় দলে থাবা না বসায়, তাহলে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে থাকবেনই তা একদম নিশ্চিত করেই বলা যায়। বাকিদের মধ্যে থেকে মাত্র একজনের জায়গা হবে এই স্কোয়াডে। দীপক চাহার, অর্শদীপ, আবেশ খান, মহম্মদ সিরাজের মধ্যে সেই জায়গাটা নিয়ে লড়াই চলবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর