বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আজ দিনটা ভালো যায়নি চেন্নাইয়ের। এদিন প্রথমে ব্যাট করে ডুপ্লেসির ৭৬ রানের ইনিংসের দৌলতে পাঞ্জাবের সামনে ১৩৫ রানের টার্গেট রেখেছিলো চেন্নাই। তবে কার্যত আজ সে ভাবে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সিএসকের বোলাররা। যদিও চেষ্টা কম করেননি দীপক চাহাররা। একদিকে যেমন তিনটি উইকেট তুলে নিয়েছিলেন শার্দুল ঠাকুর তেমনি অন্যদিকে একটি উইকেট তুলে পাঞ্জাবকে বড় ধাক্কা দিয়েছিলেন চাহারও। কিন্তু রাহুলের ৯৮ রানে দুরন্ত ইনিংসের সামনে সিএসকের সমস্ত আক্রমণ। যার জেরে মাত্র ১৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৫ রান তুলে নেয় পাঞ্জাব।
তবে মাঠে চেন্নাইয়ের জন্য ম্যাচ ভালো না হলেও দিনটা দুর্দান্ত কাটল দীপক চাহারের। মাঠে কেবলমাত্র একটিই উইকেট তুলেছিলেন চাহার। তার মতো কৃপণ বোলারকেও আজ খরচ করতে হয়েছিল ৪৮ রান। কিন্তু মাঠে সফলতা না পেলেও মাঠের বাইরে সফলতা পেল তার আবেদন। আসলে আজ ম্যাচ শেষে গ্যালারিতে ম্যাচ দেখতে আসা নিজের বান্ধবীকে প্রেম নিবেদন করেন দীপক চাহার। দর্শকদের সামনেই হাঁটু গেড়ে বসে একেবারে ফিল্মি স্টাইলে প্রপোজ করেন দীপক।
না করেননি তার বান্ধবীও। এরপর বান্ধবীর হাতে ম্যারেজ রিংও পরিয়ে দেন চাহার। এই দৃশ্য এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন পাবেই দীপককে শুভেচ্ছা জানাচ্ছেন সমস্ত ক্রিকেট ফ্যানেরা। আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতে দেখা গিয়েছে এই ভিডিওটিকে। দীপককে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তারাও। খেলার মাঠে প্রেমনিবেদন অবশ্য কোন নতুন বিষয় নয়। ফুটবলে হামেশাই দেখা গিয়েছে এ ধরনের ঘটনা।
A special moment for @deepak_chahar9!
![]()
Heartiest congratulations!
![]()
#VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPL pic.twitter.com/tLB4DyIGLo
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
তবে দীপক এবার এই ট্রেন্ড নিয়ে এলেন আইপিএলে। ব্যক্তিগত জীবনে তারা সুখী হন সেটাই এখন কামনা করছে সকলে। অন্যদিকে সিএসকের জন্য দেখতে গেলে এই লড়াইয়ে হার তেমন প্রভাব ফেলবে না তাদের প্লে-অফ যাত্রায়। তবে এই জয় যে পাঞ্জাবকে কিছুটা অক্সিজেন দিল এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে প্লে অফের দিকে তাদের যাত্রা শেষ বললেই চলে, কারণ ১৪ টি ম্যাচ খেলে তাদের সংগ্রহে রইল মাত্র ১২ পয়েন্ট।