ছয় মেরে চোখ রাঙিয়েছিল গাপটিল, এভাবে বদলা নিল চাহরও! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপে কার্যত নিউজিল্যান্ডের কাছে হারের কারনেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। তবে ঘরোয়া সিরিজের প্রথম দিনেই তার মধুর বদলা নিল রোহিত বাহিনী। বুধবার টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। আমন্ত্রণ স্বীকার করে ব্যাটিং করতে নেমে অবশ্য মাত্র 164 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। যদিও নিউজিল্যান্ডের হয়ে এদিন দুর্দান্ত 109 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মার্টিন গাপটিল এবং মার্ক চ্যাপম্যান।

শূন্য রানে মিচেলকে হারানোর পরেও কার্যত তাদের দৌলতেই ফের একবার খেলায় ফিরে আসে কিউই শিবির। যেমন মাত্র 50 বলে 63 রানের ইনিংস খেলেন চ্যাপম্যান তেমনি অন্যদিকে 42 বলে 70 রানের ইনিংস খেলেন মার্টিন গাপটিল। গতকালকের এই ম্যাচেই এমন এক ঘটনা ঘটল, যা ফের একবার মনে করিয়ে দিল দুই প্রতিপক্ষের মাঠে প্রতিদ্বন্দ্বীতা কতখানি সম্মানের লড়াই হয়ে উঠতে পারে।

আসলে 18 তম ওভারে দীপক চাহার যখন বোলিং করতে আসেন মার্টিন গাপটিল ব্যাট করছিলেন 64 রানে। দীপকের প্রথম বলেই বড় শট নিয়ে তাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন তিনি, এরপর দীপক চাহারের দিকে চোখের ইশারাও করতে দেখা যায় গাপটিলকে। ঠিক তার পরের বলেই তাকে এভাবে ছয় মারার প্রতিশোধ নেন দীপকও। পরের বল একইরকমভাবে বড় শট খেলতে গিয়েছিলেন গাপটিল। কিন্তু এবার দীপকের বল ছিল ধীর গতির। আর তাই তা মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন এই কিংবদন্তী ওপেনার। দীপকও ইঙ্গিতে স্লেজিংয়ের উত্তর দেন গাপটিলকে।

https://twitter.com/therealdheera/status/1461031782493556741?t=CCdgKr5whkVvgYXRqW2rEA&s=19

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বকাপে সেভাবে পারফরম্যান্স দিতে না পারলেও এদিন দুরন্ত ফর্মে ছিলেন ভারতের তিন নম্বর ব্যাটম্যান সূর্য কুমার যাদব। একদিকে যেমন রোহিত শর্মা মাত্র 36 বলে 48 রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দেন, তেমনি অন্যদিকে 40 বলে 62 রানের মারকাটারি ইনিংস খেলেন সূর্যও। কার্যত তাদের দৌলতেই সিরিজের প্রথম ম্যাচেই 5 উইকেটে জয় তুলে নেয় ভারতীয় দল।

 

Abhirup Das

সম্পর্কিত খবর