বাংলা হান্ট নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের গুণগত মানের ফারাকটা বিশাল। তা সত্ত্বেও কাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে ভারত। কাল টসে জিতে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ২২৭ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। মূলত সঞ্জু স্যামসন এবং দীপক হুডার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের দৌলতেই রানের শৃঙ্গে চড়েছে ভারত। দুর্দান্তভাবে রান তাড়া করে জয়ের অত্যন্ত কাছে এসেও মাত্র ৪ রানে হারতে হয় আইরিশদের।
কাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন ভারতীয় তারকা দীপক হুডা। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে শতরানের মুখ দেখলেন। বর্তমানে ভারতীয় দলের সব ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুরেশ রায়না এবং লোকেশ রাহুলের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ৫৭ বল খেলে করলেন ১০৪ রান। মারলেন নয়টি চার এবং ছয়টি ছক্কা।
দীপক হুডার শতরানের পাশাপাশি অর্থ শতরান করেছেন সঞ্জু স্যামসনও। ৪২ বলে ৯টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তারপর মার্ক অ্যাডওয়্যারের বলে বোল্ড হন তিনি। জাতীয় দলের হয়ে এটি সঞ্জু স্যামসন এর প্রথম অর্ধশতরান ছিল। তারা বাদে সূর্যকুমার যাদব ৫ বলে ১৫ এবং হার্দিক পান্ডিয়া ৯ বলে ১৫ রান করেন। দুর্দান্ত বোলিং করে দুটি করে উইকেট নেন ক্রেগ ইয়ং এবং জোশুয়া লিটল। ৪ ওভারে ৪২ রান দিলেও তিনটি উইকেট নেন মার্ক অ্যাডওয়্যার। ব্যাট হাতে পল স্টার্লিং (৪০), অ্যান্ড্রু ব্যালব্রেইন (৬০), হ্যারি টেক্টর (৩৯), জর্জ ডকরেলরা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত লক্ষ্যপূরণ হয়নি আইরিশদের।
Deepak Hooda and Sanju Samson claim the #1 spot 👏#IREvIND pic.twitter.com/l3nF8lsWQE
— ICC (@ICC) June 29, 2022
কাল ব্যাট করতে নেমে রেকর্ড গড়েছেন সঞ্জু স্যামসন এবং দীপক হুডা। ভারতের হয়ে টি- টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ পার্টনারশিপ গড়েছেন কাল দুজনে মিলে। ভারতের সর্বোচ্চ পার্টনারশিপের তালিকাটি নীচে দেওয়া হলো।
1.দীপক হুদা- সঞ্জু স্যামসন- ১৭৬
2.লোকেশ রাহুল- রোহিত শর্মা- ১৬৫
3.শিখর ধাওয়ান- রোহিত শর্মা- ১৬০
4.শিখর ধাওয়ান- রোহিত শর্মা- ১৫৮
5.লোকেশ রাহুল- রোহিত শর্মা- ১৪০