বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২৫শে মে আইপিএল ২০২২-এর এলিমিনেটর ম্যাচে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস দল মুখোমুখি হয়েছিল ফ্যাফ দু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কিন্তু আরসিবির কাছে ১৪ রানে হেরে এই বছরের মতো শিরোপা জয়ের রেস থেকে ছিটকে গেছে লখনউ। যতক্ষন রাহুল এবং দীপক হুডা ক্রিজে ছিলেন ততক্ষণ এলএসজি-এর জয়ের সম্ভাবনাও বেঁচে ছিল। হুডা আউট হতেই ম্যাচ থেকে আস্তে আস্তে সরে যান রাহুলরা। তবে শুধু সেইজন্য না, এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার দীপক হুডাকে নিয়ে অন্য একটি কারণে বেশ আলোচনা হচ্ছে।
এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ব্যাটার বেশ কয়েকটি ছক্কা মেরেছিলেন তিনি। তার মধ্যে একটি ছক্কায় ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে জখম করে। বলের আঘাতে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ওই পুলিশ কর্মীকে।
দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে শাহবাজ আহমেদের বলে ছক্কা মারেন হুডা। গ্যালারিতে উপস্থিত ওই পুলিশ সদস্য বলটি ক্যাচ করতে গিয়ে ফসকানোয় বলটি তার হাতে আঘাত করে। এরপর তাকে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হচ্ছে। অনেক নেটিজেনই তাকে সমবেদনা জানিয়েছেন।
Police man injured in ipl 2022 eliminator match#lsgvsrcbhttps://t.co/v9X2Ezh9PU
— Rahil sayed (@Rahilsa61575873) May 25, 2022
কাল আরসিবির দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডি কক এবং মনন ভোরা-কে দ্রুত হারালেও ক্রিজে জমে যান লোকেশ রাহুল। তার সঙ্গে একটি বড় পার্টনারশিপ গড়ে তোলেন দীপক হুডা। শুরুতে কিছুটা সময় নিলেও ১৩ ওভারের পর থেকে আক্রমণ শুরু করেন দুজনেই। কিন্তু পুরোপুরি আক্রমণাত্মক হয়ে ওঠার আগেই ৪৫ রানের ব্যক্তিগত স্কোরে দীপক হুডাকে ফেরান হাসারাঙ্গা। তারপরেও দলকে ম্যাচে রেখেছিলেন রাহুল। কিন্তু ১৯ তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে রাহুলকে ৭৮ এবং ক্রুনালকে ০ রানে ফিরিয়ে দেন হ্যাজেলউড। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তাও ৪ বলে ১১ রানের একটা ক্যামিও খেলে চেষ্টা করেছিলেন চামিরা। কিন্তু তা যথেষ্ট ছিল না। ১৯৩ রানের বেশি করতে পারেনি লখনউ। ডেথ ওভারগুলিতে দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ টি উইকেট নেন হর্ষল প্যাটেল। হ্যাজেলউড ৩ উইকেট নিলেও আরসিবির বোলিংয়ের মূল হিরো হর্ষল প্যাটেল।