বাংলাহান্ট ডেস্ক: পুলিসের নজরে এবার বলিউডের (bollywood) প্রথম সারির দুই অভিনেত্রী দীপিকা পাডুকোন (deepika padukone) ও প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। খুব শীঘ্রই এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে পুলিস, সম্প্রতি এমনই খবরে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘ভুয়ো ফলোয়ার্স’ রাখার জন্যই পুলিসি জেরার মুখে পড়তে হতে পারে দীপিকা ও প্রিয়াঙ্কাকে।
জানা গিয়েছে, বলিউডের আটজন হেভিওয়েট ব্যক্তিত্বের নাম রয়েছে এই ভুয়ো ফলোয়ার্স মামলায়। তাদের মধ্যে রয়েছে তারকা ও ক্রীড়াজগতের ব্যক্তিরাও। এই আটজনের তালিকায় রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের নামও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
এই চক্রের কথা প্রকাশ্যে আসে যখন মুম্বই পুলিস অভিষেক দীনেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল তৈরি করার জন্য।
এই প্রসঙ্গে মুম্বই পুলিসের জয়েন্ট কমিশনার বলেন, “এই চক্রের সঙ্গে জড়িত ৫৪টি ফার্মের খোঁজ পাওয়া গিয়েছে। সাইবার সেল ও ক্রাইম ব্র্যাঞ্চের সঙ্গে তদন্তকারী টিম গঠন করা হয়েছে এই মামলার জন্য।”
বলিউড ভূমি ত্রিবেদী প্রথমে নিজের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে পান সোশ্যাল মিডিয়া থেকে। যে ব্যক্তি ওই অ্যাকাউন্টটি খোলেন তিনি বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। এভাবে বাড়ানো হত ফলোয়ার্স। জানা গিয়েছে, ১৭৬ জন হাই প্রোফাইল তারকা টাকা দিয়ে নিজের ফলোয়ার বাড়িয়েছেন।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে