‘ভিক‍্যাট’এর জন‍্য জনপ্রিয়তা চলে যাওয়ার ভয়! ক‍্যামেরার সামনে খুল্লমখুল্লা রোম‍্যান্স করে ট্রোলড রণবীর-দীপিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দীপিকা পাডুকোন (deepika padukone) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) মধ‍্যে ঠাণ্ডা লড়াইয়ের কথা কারোরই অজানা নয়। দুজনেই রণবীর কাপুরের প্রাক্তন। সম্পর্কের মেয়াদ শুধু একটু আগে পরে। মূলত সেখান থেকেই প্রতিযোগিতা শুরু। এত বছরেও যে তা খুব একটা বদলায়নি তার প্রমাণ মিলল ক‍্যাটরিনার বিয়ের পরেই।

টিনসেল টাউনের হট গসিপের বিষয় এখন ভিকি কৌশল ও ক‍্যাটরিনা কাইফের সদ‍্য হওয়া বিয়ে। রিসেপশন কবে হবে, কে কে আসবেন, কেমন ভাবেই বা সাজবেন নবদম্পতি, চলছে তারই আলোচনা। এর মাঝেই হঠাৎ ঢুকে পড়লেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং (ranveer singh)। তাঁরাও বলিপাড়ার প্রিয় জুটি। বছর তিনেক আগে বিয়ে হলেও এখনো দুজনের রোম‍্যান্স নববিবাহিতদের হার মানাবে।


সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন ‘দীপবীর’। বাঘছাল প্রিন্টের টিশার্ট ও টকটকে লাল রঙের প‍্যান্ট পরে দেখা মিলল রণবীরের। কালো ও সাদা রঙের পোশাক পরেছিলেন দীপিকা। নিজে আগে গাড়ি থেকে নেমে স্ত্রীর জন‍্য গাড়ির দরজা খুলে ধরলেন অভিনেতা।

https://www.instagram.com/viralbhayani/reel/CXfNlmrK1-j/?utm_medium=copy_link

তারপর দীপিকার হাত ধরে এগিয়ে গিয়ে ক‍্যামেরার সামনে পোজ দিলেন। টুক করে স্ত্রীর গালে চুম্বনও এঁকে দিলেন। সঙ্গে বললেন, দীপিকা তাঁর প্রযোজক। স্বামীর এই কাণ্ডে স্পষ্টতই খুশি দীপিকা। ভিডিও ভাইরাল হতেই ট্রোল শুরু নেটনাগরিকরা। একাংশ হামলে পড়েছেন দুজনের ফ‍্যাশন সেন্স নিয়ে। রণবীর দীপিকাকে নাকি বাঘ আর জেব্রার মতো দেখাচ্ছে, এমনি মত জনৈক নেটনাগরিকের। কয়েকজনের দাবি, সবার সামনে অভিনয় করছেন দুজন। কিন্তু অভিনয়টা খুব খারাপ হচ্ছে।


অপর অংশের দাবি, রণবীর দীপিকা স্রেফ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভিকি ক‍্যাটরিনা তাঁদের থেকে বেশি খাতির পাচ্ছেন। এতেই তাঁরা ভয় পাচ্ছেন, পাছে জনপ্রিয়তা কমে না যায়। তাই এত নাটক! ট্রোল আরো বেড়েছে ক‍্যাটরিনার বিয়ের দিনই দীপিকা নিজের বিয়ের ছবি নতুন করে প্রকাশ‍্যে আনায়।


পুরনো সমস্ত ছবিকেই আর্কাইভ বাক্সে ঢুকিয়ে দিয়েছিলেন দীপিকা। তার মধ‍্যে ছিল বিয়ের ছবিও। ভিক‍্যাটের বিয়ের দিনই সেই ছবিগুলি ফের আর্কাইভ বাক্স থেকে বের করেছেন তিনি। শুধু তাই নয়, নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীর ছবিও শেয়ার করেছিলেন দীপিকা। এতেই আরো ট্রোলের শিকার হন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X