Deepika Padukone: অব্যাহত রইল উৎসব, গণেশ চতুর্থীর পরদিনই মা হলেন দীপিকা পাডুকোন

বাংলাহান্ট ডেস্ক : সুখবর দিলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। মা হলেন বলিউড অভিনেত্রী। গতকাল ছিল গণেশ চতুর্থী। আর তার পরের দিনই দীপিকার (Deepika Padukone) কোল জুড়ে এল তাঁর প্রথম সন্তান। জানা গিয়েছে, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এখনো এই খবর ফাঁস করেননি তারকা দম্পতি। তবে খবর কি আর চেপে রাখা যায়? ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন ‘দীপবীর’।

মা হলেন দীপিকা (Deepika Padukone)

বিয়ের দীর্ঘ ৬ বছর পর মা হলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। বলিউডের অন্যতম হেভিওয়েট জুটি রণবীর (Ranveer Singh) দীপিকার (Deepika Padukone) সংসারে এল মা লক্ষ্মী। চলতি বছরের শুরুর দিকেই প্রেগনেন্সির সুখবর জানিয়েছিলেন রণবীর দীপিকা। তারপরেই জানা গিয়েছিল, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ভাইরাল হওয়া ডেলিভারি ডেট না মিললেও সেপ্টেম্বরের শুরুতেই সন্তানের জন্ম দিলেন দীপিকা।

আরো পড়ুন : Amitabh Bachchan: মিথ্যে বলে দিনের পর দিন ঠকিয়েছেন নিজের পরিবারকে, এই বয়সে এসে স্বীকারোক্তি অমিতাভের

গণেশ চতুর্থীর পরদিনই এল প্রথম সন্তান

শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে উৎসবে মেতেছিল গোটা বলিউড। সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন দীপিকা (Deepika Padukone) রণবীরও। তারপর বেলা গড়াতেই খবর আসে, হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। গুঞ্জন ছড়িয়েছিল গণেশ চতুর্থীতেই হয়তো সুখবর দিতে পারেন দীপিকা। কিন্তু পরের দিনেই এল বহু প্রতীক্ষিত সুখবর। জানা গিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা (Deepika Padukone)।

আরো পড়ুন : Tonni Laha Roy: মায়ের মৃত্যুই বেঁধে দিল বন্ধন, পরস্পরকে আঁকড়ে নতুন পথচলা শুরু রাজদীপ-তন্বীর

কিছুদিন আগেই করেছেন ফটোশুট

অভিনেত্রীর প্রেগনেন্সি নিয়ে প্রথম থেকেই নানান জল্পনা ছিল বলিউডে। এমনকি এমনো গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেত্রীর বেবি বাম্প নাকি নকল। তবে সেই গুঞ্জন অবশ্য ভুয়ো প্রমাণ হতে বেশি দেরি হয়নি। কিছুদিন আগেই স্ফীতোদর নিয়ে ফটোশুট করেছিলেন দীপিকা। জীবনের নতুন ইনিংসের সূচনা লগ্নে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল দীপিকা রণবীরকে।

Deepika Padukone

প্রসঙ্গত, শেষবার দীপিকাকে দেখা গিয়েছে ‘কল্কি’ ছবিতে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির প্রচার অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৩ সালে রণবীর দীপিকার প্রেম পর্ব শুরু। বিয়ে করেন ২০১৮ তে। মাঝে জুটির বিচ্ছেদ গুঞ্জনও তীব্র হয়েছিল। শেষমেষ সব গুজব উড়িয়ে এক নতুন প্রাণকে পৃথিবীতে আনলেন রণবীর দীপিকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর