গেরুয়া বিকিনিতে ‘বেশরম রঙ’ শুট করতে গিয়ে কী হাল হয়েছিল! এতদিন পর মুখ খুললেন দীপিকা

বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র একদিনের অপেক্ষা। আগামীকালই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘পাঠান’ (Pathan)। প্রচুর তর্ক বিতর্কের পর অবশেষে বড়পর্দায় মুক্তির আলো দেখতে চলেছে এই ছবি। যে গান নিয়ে মূলত বিতর্কের সূত্রপাত সেই ‘বেশরম রঙ’ (Besharam Rang) কিন্তু জনপ্রিয় চার্টবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে অনেক আগেই। এবার বিতর্কিত গানটি নিয়ে মুখ খুললেন খোদ দীপিকা।

এতদিনে সকলেই প্রায় জেনে গিয়েছেন, ‘বেশরম’ গেরুয়া রঙের বিকিনির জেরে বয়কটের মুখে পড়েছে পাঠান। গেরুয়া বিকিনি পরে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন, এমনি অভিযোগ উঠেছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকি এখনো পর্যন্ত বেশ কিছু রাজ্যে পাঠান মুক্তির বিপক্ষেই দাবি উঠছে। বিক্ষোভ দেখানো হচ্ছে বহু প্রেক্ষাগৃহে।

besharam rang sensor

কিন্তু এত বিতর্ক হলেও এই বিষয়টা নিয়ে এতদিন একটা শব্দও খরচ করতে শোনা যায়নি ছবির টিমের একজন সদস্যকেও। অবশেষে পাঠান মুক্তির মাত্র কিছু সময় আগে নীরবতা ভাঙলেন দীপিকা। যাকে কেন্দ্র করে এত বিতর্ক, বেশরম রঙ নিয়ে তাঁর কী বক্তব্য?

কী পরিস্থিতিতে কোথায় শুটিং হয়েছিল পার্টি নাম্বারটা? সম্প্রতি যশরাজ ফিল্মসের তরফে শেয়ার করা একটি ভিডিও বার্তায় দীপিকাকে বলতে শোনা যায়, স্পেনে শুট হয়েছিল বেশরম রঙ। গানের মধ্যে একটি বিচ পার্টির পরিবেশ তুলে ধরা হয়েছে। ক্ষণে ক্ষণে সুইমস্যুট বদলাতে দেখা গিয়েছে দীপিকাকে।

কিন্তু সাম্প্রতিক ভিডিওতে আসল সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী। বিকিনি পরার মতো পরিস্থিতিই নাকি ছিল না শুটিং লোকেশনে। দীপিকা জানান, এতটাই ঠাণ্ডা ছিল ওখানে আর মাঝেমাঝেই কনকনে ঠাণ্ডা হাওয়া দিচ্ছিল। রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল বলে জানান দীপিকা। তিনি বলেন, ‘খুবই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় আমাদের। তবুও গানটা এমন ভাবে দেখানো হয়েছে যেন গরম কালের রৌদ্রজ্জ্বল একটা দিনে শুট করা’।

গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক দানা বাঁধলেও ছবিটি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়ে গিয়েছে। তবে OTT তে মুক্তির আগে কিছু বদল আনার নির্দেশ দেওয়া হয়েছে নির্মাতাদের। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানের হাত ধরেই চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্তর্ভুক্ত পাঠান মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জানুয়ারি।


Niranjana Nag

সম্পর্কিত খবর