‘নরম সরম বার্বি না, ওয়ান্ডার ওম্যান-ব্যাট ওম্যান হতে চাই’, হলিউড নিয়ে সাফ কথা দীপিকার

বাংলাহান্ট ডেস্ক: হলিউডের (Hollywood) প্রতি বরাবরই একটা দুর্বলতা রয়েছে বলিউড তারকাদের। হিন্দি এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেও একাধিক অভিনেতা অভিনেত্রী পা রেখেছেন হলিউডে। কিন্তু বেশিরভাগ সময়েই ভারতীয় অভিনেতাদের কপালে জুটেছে কম গুরুত্বপূর্ণ চরিত্র। সাম্প্রতিক সময়ে এই প্রবণতার বদল ঘটেছে ঠিকই, কিন্তু ভারতীয় সিনেমার অভিনেত্রীরা এখনো পিছিয়ে রয়েছেন হলিউডে। বিষয়টা নিয়ে সম্প্রতি সরব হন দীপিকা পাডুকোন (Deepika Padukone)।

দীপিকা এমন একজন অভিনেত্রী যিনি বলিউডের প্রথম সারি থেকে হলিউডে গিয়ে কাজ করে এসেছেন। ভিন ডিজেলের বিপরীতে ‘xXx: Return of Xander Cage’ ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ওই একটাই, তার পর থেকে আর কোনো হলিউড ছবিতে দেখা মেলেনি দীপিকার।

   

deepika padukone

সম্প্রতি এক অনুষ্ঠানে হলিউড ছবির প্রস্তাবের বিষয়ে মুখ খোলেন বলিউডের ‘মস্তানি’। তিনি বলেন, ‘দক্ষিণ এশীয় উপস্থাপনার ব্যাপারে বলতে গেলে আমাদের এখনো অনেকটা পথ যাওয়া বাকি। আমি সেদিকেই তাকিয়ে আছি। কোনো ছবিতে ভারতীয় চিকিৎসক বা ভারতীয় ট্যাক্সি ড্রাইভার হয়ে আমি আর থাকতে চাই না, আমরা কেউ চাই না। আমি ওয়ান্ডার ওম্যান হতে চাই, ব্যাট ওম্যান হতে চাই। এর কোনো কারণ নেই। আর আমি ‘আমি’ বলতে আমাদের বোঝাতে চাইছি। এর কোনো কারণ নেই যে আমি বার্বি হতে চাইব’।

দীপিকা বলেন, তাঁরা এমন চরিত্র চান যা তাঁদের প্রতিভা, ক্ষমতার সঠিক মূল্যায়ন করবে। প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে গিয়ে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন হলিউডে। অ্যাকশন নির্ভর ছবিতে দেখা যাচ্ছে তাঁকে।

অন্যদিকে বলিউডও অভিনেত্রীদের অ্যাকশনধর্মী চরিত্রে আরো বেশি করে সামনে আনছে। পাঠান ছবিতে আইএসআই এজেন্টের চরিত্রে চমকে দিয়েছেন দীপিকা। ক্যাটরিনা কাইফও অ্যাকশন করেছেন একাধিক ছবিতে। হলিউডেও এমন চরিত্রে অভিনয়ের ডাক পাবেন ভারতীয় সিনেমার অভিনেত্রীরা, আশা দীপিকার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর