শুটিংয়ের ফাঁকে ধূমপানে ব‍্যস্ত শাহরুখ, ছবি ভাইরাল হতেই মিডিয়াকে মধ‍্যমা দেখালেন দীপিকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিতর্কে দীপিকা পাডুকোন (Deepika Padukone)। মাত্র দু বছর আগেই মাদক কাণ্ডে ফেঁসে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর অফিসে দৌড়াচ্ছিলেন তিনি। মাঝে এক বছর ভালোয় ভালোয় কেটে যেতেই স্বরূপে ফিরে এসেছেন দীপিকা। এবার সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরাকে ‘মধ‍্যমা’ প্রদর্শন করলেন তিনি।

স্পেনে ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব‍্যস্ত দীপিকা ও শাহরুখ খান (Shahrukh Khan)। বেশ অনেকদিন ছবি আটকে থাকার পর ফের শুটিং শুরু হয়েছে। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। উপরন্তু ইমেজ ঠিক করারও চাপ রয়েছে। নিজেদের যথাসাধ‍্য দিয়ে চেষ্টা করছেন সকলে।


কিন্তু অনেক গোপনীয়তা সত্ত্বেও ছবির শুটিংয়ের বেশ কিছু দৃশ‍্য ফাঁস হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। শাহরুখের চোখ ধাঁধানো ৮ প‍্যাক অ্যাবস থেকে দীপিকার বিকিনি পরা ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ‍্যমে। সম্ভবত বিষয়টাকে নিয়ে একেবারেই খুশি নন ছবি নির্মাতারা।


দীপিকার সাম্প্রতিক ছবিতেই মিলেছে তার ইঙ্গিত। ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, ব‍্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। পাশেই শাহরুখ। একটি কালো মোটা জ‍্যাকেট পরে রয়েছেন অভিনেত্রী। তবে সবথেকে বেশি নজর কেড়েছে যেটা সেটা হল, দীপিকার মধ‍্যমা প্রদর্শন।


হ‍্যাঁ, দু হাত তুলে মধ‍্যমা দেখিয়েছেন দীপিকা। মনে করা হচ্ছে শুটিংয়ের ছবি ফাঁস করে দেওয়ায় মিডিয়ার প্রতিই তাঁর এত রাগ। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন এই ছবিতে। অনেকে রীতিমতো ক্ষুব্ধ দীপিকার এই ঔদ্ধত‍্যে। আবার কয়েকজন দাবি করেছেন, বিকিনি ছবিগুলি ফাঁস হয়ে যাওয়ার জন‍্যই এই ক্ষিপ্ত অভিনেত্রী।

https://www.instagram.com/p/CbNAc6vvpfj/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CbWu7OPPEP5/?utm_medium=copy_link

শুটিংয়ের আরো কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে কিং খানকে ধূমপান করতে দেখা গিয়েছে। তা নিয়েও অনেকে মজা করেছেন। কেউ বলছেন, এবার অন্তত বদভ‍্যাসটা ছেড়ে দেওয়া উচিত শাহরুখের। আবার কেউ মশকরা করেছেন, এত টাকা রোজগার করেও সেই পুরনো ব্র‍্যান্ডেই আটকে রয়েছেন শাহরুখ!

সম্পর্কিত খবর

X