বাংলাহান্ট ডেস্ক: ‘আর আর আর’ (RRR) এর সাফল্যের পর কার্যত হাওয়ায় ভাসছেন জুনিয়র এনটিআর (Jr Ntr)। পর্দার ভীমের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, বলিউডের পরিচালক প্রযোজকরাও আগামী ছবিতে অভিনেতাকে কাস্ট করার জন্য লাইন দিচ্ছেন। এবার গুঞ্জন শোনা গেল, আলিয়া ভাটের পর দীপিকা পাডুকোনের (Deepika Padukone) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী তারকা।
শোনা যাচ্ছে, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ পরিচালক প্রশান্ত নীলের আগামী ছবিতে জুনিয়র এনটিআরের বিপরীতে দেখা মিলবে বলিউডের ডিম্পল সুন্দরীর। ছবির নাম সম্ভবত রাখা হয়েছে ‘এনটিআর ৩১’। অভিনেতার ফ্যানপেজের তরফে দাবি করা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই শুটিং শুরু হবে ছবির।
গত বছরের মে মাসে পরিচালক প্রশান্ত নীল জানিয়েছিলেন, তাঁর আগামী ছবির নায়ক হচ্ছেন জুনিয়র এনটিআর। তখনো আর আর আর এর মুক্তির ঘোষনাই হয়নি। কিন্তু সেই সময়ই পরিচালক জানিয়েছিলেন, গত ১৫-২০ বছর ধরে অভিনেতার ভক্ত তিনি।
চিত্রনাট্য নিয়ে আলোচনার আগেও বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিলেন তিনি জুনিয়র এনটিআরের সঙ্গে। কারণ কোনো ছবি শুরুর আগে নিজের নায়কদের ভালভাবে বুঝে নিতে চান, এমনটাই জানিয়েছিলেন প্রশান্ত নীল। অন্যদিকে এক সাক্ষাৎকারে দীপিকাও দাবি করেছিলেন, জুনিয়র এনটিআরের ব্যক্তিত্বের অনুরাগী তিনি। তেলুগু সুপারস্টারের সঙ্গে অভিনয়ও করতে চান। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে দুই তারকার ভক্তদের।
অভিনেত্রী আপাতত ‘পাঠান’ও ‘ফাইটার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। পাঠানে তাঁর বিপরীতে রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে ফাইটার ছবিতে তিনি জুটি বাঁধছেন হৃতিক রোশনের সঙ্গে। এছাড়াও একটি দক্ষিণী ছবি রয়েছে দীপিকার ঝুলিতে।
#JrNTR is SUPER HOT in India now. He will do Romance with Bollywood Queen #DeepikaPadukone in #NTR31 ! Shoot will start in December 🔥🔥🔥. pic.twitter.com/97oSzovcwb
— Umair Sandhu (@UmairSandu) April 10, 2022
পরিচালক নাগ অশ্বিনের ‘প্রোজেক্ট কে’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই প্রথম সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনও। কল্পবিজ্ঞান ঘরানার ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংয়ের জন্য সম্প্রতি হায়দ্রাবাদ উড়ে গিয়েছেন দীপিকা।