বাংলা হান্ট নিউজ ডেস্ক: সুনীল ছেত্রীর ভারতীয় দল কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ঠিকই, কিন্তু তাই জন্য ভারতবাসীদের কাছে কাতার বিশ্বকাপের আগ্রহও কম হয়ে যায়নি। বিশ্বকাপ জ্বরে বাকি ফুটবল বিশ্বের মত কাঁপছে ভারতও। রাত জাগছেন ফুটবল প্রেমীরা এবং পরের দিন টলতে টলতে নিজ নিজ কাজে যাচ্ছেন। এবার তাদের খুশি করার জন্য আরও একটা খবর সকলের সামনে এলো।
ডিসেম্বরের ১৮ তারিখ কাতার বিশ্বকাপের ফাইনাল এবং সেই দিন ভারতের তারকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের হাতে কাতারে ওই বিশ্বকাপ ট্রফিটি উন্মোচন করবেন। ৩৬ বছর বয়সে তারকা অভিনেত্রীর প্রথম অভিনয় জগত থেকে এমন তারকা যিনি এই সম্মান পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই উত্তেজিত তার ভক্তরা।
বর্তমানে সময়টা খুবই ভালো যাচ্ছে দীপিকা পাড়ুকোনের। বিশ্বকাপের মঞ্চে এত বড় একটি সম্মান অর্জন করার পাশাপাশি আর এক মাসের মধ্যেই রিলিজ হতে চলেছে তার পরবর্তী ছবি পাঠান। শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন তিনি। জানুয়ারি মাসের ২৫ তারিখে তার ওই সিনেমাটি রিলিজ হবে।
এই মুহূর্তে কাতার বিশ্বকাপ ‘শেষ ১৬’ পর্যায়ের শেষ দিকে পৌঁছেছে। ইতিমধ্যেই ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে আটটির মধ্যে ছটি জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি দুটি জায়গার জন্য আজ লড়াই করবে মরক্কো ও স্পেন এবং সুইজারল্যান্ড ও পর্তুগাল।
আজ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ মুখোমুখি হবে মরক্কো ও স্পেন। মরক্কো গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচে ড্র করে এই জায়গায় পৌঁছেছে। স্পেন একটি ম্যাচের দাপট দেখিয়ে জয়ের পর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে জয়ের দেখা পায়নি। অপরদিকে আজ রাত ১২.৩০ নাগাদ মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল যারা নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছিল। তাদের মুখোমুখি হবে সুইজারল্যান্ড যারা নিজেদের শেষ ম্যাচে সার্বিয়াকে বড় ব্যবধানে হারিয়ে এই পর্যায়ে পৌঁছেছে।