লালে লালেশ্বরী! রণবীরই বিগড়ে দিচ্ছেন, দীপিকার জঘন‍্য ফ‍্যাশন দেখে ট্রোলের ঝড়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই অবনতি হচ্ছে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) ফ‍্যাশন সেন্সের। মতামত নেটিজেনদের। বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা বরাবরই নিজের কেতাদুরস্ত হাবভাব ও স্টাইল সচেতনতার জন‍্য জনপ্রিয় থেকেছেন। তাঁর ওয়ারপোর্ট লুক থেকে বিভিন্ন অনুষ্ঠানের পোশাক নজর কেড়েছে নেটনাগরিকদের।

সেই দীপিকার এ কী অবনতি! মাথা থেকে পা পর্যন্ত লালে রাঙিয়ে বিমানবন্দরে হাজির অভিনেত্রী। কাণ্ড দেখে চোখ কপালে নেটিজেনদের। গাঢ় লাল লেদার প‍্যান্টের সঙ্গে একটি উঁচু গলার সোয়েটার টপ পরেছেন দীপিকা। মাথায় আবার একটি লাল রঙের টুপি। শুধু হিল জুতোর রঙটাই গোলাপি।


হাসিমুখে পাপারাৎজির সামনে পোজ দেন দীপিকা। ভিডিও দেখেই নাক সিঁটকেছেন ফ‍্যাশন বোদ্ধারা। সবারই অভিযোগের তীর দীপিকার স্বামী রণবীর সিংয়ের দিকে। তাঁর জন‍্যই নাকি আজ অভিনেত্রীর ফ‍্যাশনের এই হাল। অনেকে প্রশ্ন করেছেন, রণবীরকেই নিজের স্টাইলিস্ট বানিয়েছেন দীপিকা?

https://www.instagram.com/reel/CatXBO8KsVu/?utm_medium=copy_link

জানা যাচ্ছে, ‘পাঠান’ এর শুটিংয়ের জন‍্য স্পেন উড়ে গিয়েছেন দীপিকা। ছবিতে রয়েছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে ছবির টিজার। যদিও মুক্তির আগে এখনো অনেকটা সময় রয়েছে। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পেতে চলেছে ‘পাঠান’।


এছাড়াও হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে দীপিকাকে। গত বছরেই ঘোষনা হয়ে গিয়েছিল এই ছবির। জানা যাচ্ছে, ফাইটার ছবিটিই হতে চলেছে এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বেশি বাজেটের অ্যাকশন ছবি। ২৫০ কোটি টাকা বাজেট হতে চলেছে এই ছবির। এক বিমান চালকের চরিত্রে দেখা যেতে চলেছে হৃতিককে।

তবে সম্ভবত ফাইটারের মুক্তি পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে পাঠান ও ফাইটার দুটি ছবির পরিচালকই সিদ্ধার্থ আনন্দ। ফাইটারের মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২৫ জানুয়ারি। এমতাবস্থায় পাঠানের জন‍্য ব‍্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইটারের। তাই মনে করা হচ্ছে, সম্ভবত এবার মুক্তির তারিখ বদলে যেতে পারে এই ছবির।

সম্পর্কিত খবর

X