বিতর্ক সাইডে সরিয়ে কাতারে হাজির দীপিকা, প্রথম ভারতীয় হিসাবে উন্মোচন করলেন বিশ্বকাপ ট্রোফি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জল্পনা আগে থেকেই ছিল। রবিবার, ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সত‍্যি হল সেটা। ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) ট্রোফির উপর থেকে পর্দা উন্মোচন করলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। প্রথমে নোরা ফতেহি আর এখন দীপিকা, দুই বলিউড অভিনেত্রী গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবারের বিশ্বকাপে, যা ভারতীয় হিসাবে অত‍্যন্ত গর্বের বিষয়।

প্রাক্তন স্প‍্যানিশ গোলকিপার ক‍্যাসিলাসের সঙ্গে বিশ্বকাপ উন্মোচন করেন দীপিকা। এই প্রথম কোনো ভারতীয় এই দায়িত্ব এবং সম্মান পেলেন। শুক্রবারই কাতারের উদ্দেশে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। দীপিকা ছাড়াও বিশ্বকাপ ফাইনালে কাতারে ছিলেন শাহরুখ খান, করিশ্মা কাপুর, মোহনলাল, কার্তিক আরিয়ানদের মতো তারকারা।


এর আগে নোরা ফতেহিকে দেখা গিয়েছিল কাতার বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক ভিডিওতে। এই প্রথম কোনো ভারতীয় এটা করে দেখালেন। পরে কাতারে ফিফা ফ‍্যান ফেস্টে পারফর্মও করেছিলেন তিনি। ফুটবলের মহারণে মেসি ম‍্যাজিকের সাক্ষী হয়ে রইলেন কাতারে উপস্থিত থাকা বলিউড তারকারা।

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ বিতর্কে রয়েছেন দীপিকা। সদ‍্য মুক্তি পাওয়া ‘পাঠান’ এর প্রথম গানে ‘বেশরম’ হয়ে দীপিকার সঙ্গে শাহরুখের রসায়ন জমে ক্ষীর। একদিকে যখন ‘বেশরম রং’ নিয়ে চর্চা তুঙ্গে, তখনি আরেকদিকে ‘পাঠান’ বয়কটের ডাকও জোরালো হয়ে উঠেছে।
আসলে গানের একটি দৃশ‍্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। বয়কটকারীদের দাবি, এই ছবি থেকেই স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। হিন্দুদের এখন থেকেই সাবধান হওয়া দরকার। এটাই পাঠান বয়কট করার সবথেকে বড় কারণ হওয়া উচিত বলে দাবি নেটনাগরিকদের।

X