শেষকৃত্যে পরা পুরোনো পোশাক বিক্রি করলেন দীপিকা, ধেয়ে এল কটাক্ষের বাণ

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে বলিউডে (Bollywood) যে কয়েকজন অভিনেত্রী রয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । সদ্য মুক্তি পাওয়া তাঁর ‘পাঠান’ (Pathan) ছবি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আর সেই থেকেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। কখনও তাঁর অভিনয় নিয়ে হচ্ছে চর্চা তো কখনও আবার চর্চা হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতিও ঘটল এমনই এক ঘটনা।

বেশিরভাগ তারকারাই একটি পোশাক পড়েন না দ্বিতীয়বার। রণবীর ঘরণীর ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এই নিয়ম। যে কোনো পোশাক একবার পড়ার পরেই তা নিলামে তোলেন দীপিকা। সম্প্রতি এমনই দুটি পোশাক নিলামে তুলেছিলেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই কটাক্ষ করেছেন তাঁকে।

Deepika Padukone

ঠিক কি ঘটেছিল?

২০১৩ সালের ৩ রা জুন আত্মহত্যা করেন বলি অভিনেত্রী জিয়া খান (Jiah Khan)। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে হয়েছিল আদিত্য পাঞ্চোলির পুত্র সূরজ পাঞ্চোলিকে (Sooraj Pancholi)। প্রায় ১০ বছর ধরে বিচারাধীন ছিল সেই মামলা। তবে কয়েকদিন আগেই বেকসুর খালাস হন তিনি। আর তারপরেই ফের চর্চা শুরু হয়েছে জিয়ার মৃত্যু নিয়ে।

জিয়ার মৃত্যুর পর তাঁকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বি-টাউনের প্রায় সকল তারকাই। হাজির ছিলেন দীপিকাও। সাধারণত কোনও শিল্পীর মৃত্যুতে সাদা পোশাকে দেখা যায় সকলকে। দীপিকার পরনেও ছিল নীল জিন্সের সঙ্গে সাদা কুর্তি। তারপর আর সেই পোশাক পড়েননি তিনি। অভিযোগ সেই পোশাক নাকি নিলামে তুলেছেন অভিনেত্রী।

Deepika Padukone

এখানেই শেষ নয়। প্রিয়াঙ্কা চোপড়ার বাবার মৃত্যুতে যে সাদা কুর্তি পড়েছিলেন দীপিকা তাও নাকি তুলেছেন নিলামে। অভিনেত্রীর এহেন কাণ্ড দেখে রেগে আগুন নেটিজেনরা। কটাক্ষ করতে ছাড়লেন না সমাচলকরা। তবে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা।

২০২১ সালে বেশ কিছু পোশাক নিলামে তুলেছিলেন অভিনেত্রী। নেটিজেনদের দাবি, সেখানেই নাকি ছিল এই দুই পোশাক। যার মধ্যে একটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায় এবং অন্যটি বিক্রি হয়েছে ২,৭০০ টাকায়। দীপিকার এহেন কাণ্ড দেখে একজন সমালোচক লিখলেন, ‘আমি সত্যি খুব মর্মাহত। কিভাবে দীপিকা এই কাজ করলেন তা বুঝে উঠতে পারছিনা’। অন্য আর একজন লিখছেন, ‘চ্যারিটি করার জন্যই নাকি পোশাক বিক্রি করেছেন অভিনেত্রী, এটা বলে সাফাই দেবেন না দয়া করে’।

অনেকেই আবার টেনে আনলেন রণবীরের প্রসঙ্গ। লিখলেন, ‘দীপিকার লেহেঙ্গা তো পরেন রণবীর। তাহলে কি এই পোশাক গুলি তিনি পরেননি’? সমালোচনা যতই হোক না কেন প্রিয় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘আমি দীপিকার পোশাক অনেকবার কিনেছি। সেগুলো একদম নতুনের মতোই ছিল’।

additiya

সম্পর্কিত খবর