বিয়ের ধুম লেগেছে, নিজের জীবনের শুভদিনের স্মৃতি ফের শেয়ার করলেন দীপিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিয়ের মরশুম। বৃহস্পতিবার রাজস্থানে রাজকীয় ঢঙে বিয়ে সেরেছেন ক‍্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের প্রথম ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। বিয়ের আমন্ত্রিতদের তালিকায় নাম না থাকলেও আমেজ থেকে বাদ পড়েননি দীপিকা পাডুকোনও (deepika padukone)। নিজের বিয়ের পুরনো স্মৃতি ফের ঘুরে দেখলেন তিনি‌।

আসলে কয়েক মাস আগে নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলটিকে নতুন ভাবে সাজিয়ে তুলেছিলেন দীপিকা। তাই পুরনো সমস্ত ছবিকেই আর্কাইভ বাক্সে ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। তার মধ‍্যে ছিল বিয়ের ছবিও। সম্প্রতি সেই ছবিগুলিই ফের আর্কাইভ বাক্স থেকে বের করেছেন তিনি। সঙ্গে সঙ্গে ভাইরাল সমস্ত ছবি।


২০১৮ সালে নভেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। বলিউডের হেভিওয়েট বিয়েগুলির মধ‍্যে এটা অন‍্যতম। দুই অভিনেতা অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ইতালির লেক কোমোতে বিয়ে সারেন তাঁরা। পরবর্তীকালে মুম্বই ও বেঙ্গালুরুতে দুটি বড়সড় রিসেপশন পার্টিরও আয়োজন করেছিলেন তাঁরা।

আগামীতে ‘৮৩’ ছবিতে অভিনয় করতে চলেছেন তাঁরা। বিয়ের পর এই প্রথম কোনো ছবিতে জুটি বাঁধলেন রণবীর দীপিকা। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে ৮৩ এর ট্রেলার। প্রায় চার মিনিটের ট্রেলারের শুরু হচ্ছে বিশ্বকাপে ভারতের সঙ্গে জিম্বাবোয়ের ম‍্যাচ দিয়ে। হারতে বসা ভারতকে একা ১৭৫ রান করে জিতিয়েছিলেন অধিনায়ক। শুধু জেতা নয়, বিশ্বকাপের প্রতিযোগিতাতেও টিকে গিয়েছিল সেদিন ভারত। এরপর একে একে ভারতের অবিশ্বাস‍্য পারফরম‍্যান্স। কিন্তু তা সত্ত্বেও তখন ভারতকে নিয়ে তুচ্ছ তাচ্ছ্বিল‍্যের অন্ত ছিল না।

কিন্তু কপিল দেব মাঠে ঝড় তুলেছিলেন। জিতের পর তুচ্ছ তাচ্ছিল‍্য করা সাংবাদিকরাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন ভারতীয় দলের জন‍্য। সব মিলিয়ে ১৯৮৩ র আবেগকে এই ২০২১ এও ফের জীবন্ত করে তুলেছেন রণবীর। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ৮৩। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি।

X