রাম মন্দির নির্মাণের আগে অযোধ্যায় আজ সারম্বরে দীপ উৎসব পালন করবেন যোগী, ৫ লক্ষেরও উপরে জ্বলবে প্রদীপ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীপ উৎসবের শুভ অবসরে রামনগরী অযোধ্যাতে আজ শনিবার ৫ লক্ষ ৫১ হাজার প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়া হবে। এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিতে চলেছে। আরেকদিকে মঠ এবং মন্দির গুলোকে দেড় লক্ষ প্রদীপ দিয়ে উজ্জ্বল করার পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। এলাকার বাসিন্দারাও ঘর এবং রাস্তায় প্রদীপ জ্বালাবেন। এই দীপ উৎসবকে ইতিহাসের পাতায় দায়ের করা জন্য গিনিস বুক অফ রিকর্ড এর টিম অযোধ্যায় পৌঁছে গেছে।

শনিবার আয়োজিত হওয়ার এই দীপ উৎসব নিয়ে প্রশাসন সুরক্ষা ব্যাবস্থা আরও কড়া করেছে। সুরক্ষা ব্যাবস্থায় যাতে ঢিল না পড়ে, সেই জন্য অযোধ্যার কোনায় কোনায় আরএএফ, পিসিপি এবং পুলিশের জওয়ানদের সাথে হোমগার্ড এবং গোয়েন্দা বিভাগের অফিসারেরাও মোতায়েন থাকবেন।  অযোধ্যা সিটি’র এসপি বিজয়পাল সিং বলেন দোকানদের আশ্বস্ত করা হয়েছে যে, এই মহোৎসব এর জন্য তাঁদের কোন সমস্যায় পড়তে হবেনা। আরেকদিকে, রুট পালটে শনিবার সকাল থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত কোন ভারী বাহন এলাকায় প্রবেশ করতে পারবেনা।

প্রসঙ্গত, এই অনুষ্ঠানকে সফল্য মণ্ডিত করতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামকথা পার্কে প্রভু শ্রী রাম, মাতা সীতা এবং লক্ষণ এর মূর্তি পূজা করবেন। রাম কথা পার্কে নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এর রামলীলা দেখানো হবে। লেজার শো এর মাধ্যমে রামথা দেখানো হবে।

আয়োজনের শুভারম্ভ শনিবার সকালে সাকেত মহাবিদ্যালয় থেকে রাম কথা পার্ক পর্যন্ত একটি শোভাযাত্রার মাধ্যমে করা হবে। সন্ধে সাতটা থেকে ৭টা ৩০ এর মধ্যে দীপ দানের সাথে দীপ উৎসব শুরু হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্য অতিথি মা সরযূ এর আরতি করবেন। সরযূ নদীর তীরে নানারকম আতশবাজির আয়োজনও করা হয়েছে।

X