রিয়ো অলিম্পিক্সে চতুর্থ স্থান পাওয়া দীপা কর্মকারের টোকিও অলিম্পিক্সে নামার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল। ডাক্তাররা দীপার পরীক্ষা করে জানিয়ে দিলেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের আগে দীপা প্র্যাকটিস করতে পারবেন না।
গত অক্টোবর মাসে চোটের কারণে জার্মানিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে পারেন নি দীপা কর্মকার। তাই টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার জন্য নতুন বছরে যে সমস্ত প্রতিযোগিতা গুলি ছিল সেগুলিতে ভালো পারফরম্যান্স করা খুবই জরুরী ছিল দীপার। কিন্তু ডাক্তাররা জানিয়ে দিয়েছেন এখন মাঠেই নামতে পারবেন না দীপা। শুক্রবার মুম্বাইয়ে ফিজিও এবং ডাক্তারের সাথে পরামর্শ করতে গিয়েছিলেন কোচ বিশ্বেশ্বর নন্দী এবং দীপা কর্মকার। সেখানেই তাদের এমন কথা জানিয়েছেন ডাক্তার।
এইদিন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন দীপা মাঠে নামার জন্য খুবই জোরাজুরি করছে কিন্তু যতদিননা ডাক্তার অনুমতি দিচ্ছেন ততদিন দীপাকে মাঠে নামানো সম্ভব নয়, কারণ শুধু টোকিও অলিম্পিক্সের কথা ভাবলেই হবে না সেই সাথে দীপার আগামী জীবনের কথাও আমাকে ভাবতে হবে। বিশ্বেশ্বর বাবুর কথায় ফেব্রুয়ারির শেষের দিকে অনুশীলন শুরু করলেও নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে আরও দুমাস সময় লেগে যাবে দীপার।