বাংলা হান্ট ডেস্কঃ একটি ভুলের কারণে মহিলা বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা দল। ভারতীয় দল তাদের শেষ লিগ ম্যাচের শেষ ওভারে এই ভুল করেছিল। এই ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে জিততে দরকার ছিল ৭ রান। প্রথম ৪ বলে ৪ রান করেন এবং একটি উইকেটও হারায় তাঁরা। শেষ ২ বলে যখন ৩ রান বাকি ছিল দক্ষিণ আফ্রিকার, তখন লং অন-এ ক্যাচ দেন মিগনন ডু প্রিজ।
ভারতীয় দল ও সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। সুখের কোন সীমা ছিল না। কিন্তু পরে জানা গেল শেষ ওভারে বল করা দীপ্তি শর্মা একটা ভুল করেছিলেন, আর সেই ভুলের কারণে দক্ষিণ আফ্রিকার ব্যাটার বেঁচে যান। ভারত এই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠে যেত।
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জিততে ৫০ ওভারে ২৭৫ রানের টার্গেট দেয় ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৯ ওভার শেষে ৫ উইকেটে ২৬৮ রান করে। সবকিছুই নির্ভর করছিল শেষ ওভারের ওপর। এই ম্যাচে সেরা বোলিং করা অফ-স্পিনার দীপ্তি শর্মার হাতে তুলে দেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। তার সামনে ছিলেন মিগনন ডু প্রিয়া ও ত্রিশা চেট্টি।
ম্যাচের শেষ ওভারে দারুণ শুরু করেন দীপ্তি। প্রথম ৪ বলে মাত্র ৪ রান দেন তিনি। এ সময় ত্রিশা চেট্টিও রান আউট হন। ম্যাচের পঞ্চম বলটি লং অনে ক্যাচ দেন মিগনন ডু প্রিয়া, যা সহজেই ধরে ফেলেন হারমনপ্রীত কৌর। ডু প্রিয়া প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন। এরপর থার্ড আম্পায়ার ইঙ্গিত দেন যে ডু প্রিয়া যে বলে আউট হয়েছেন সেটি নো বল ছিল। এই ইঙ্গিত আসতেই ভারতীয় দল ও ভক্তদের খুশি উবে যায়।
যেখানে ভারতীয় সমর্থকরা উল্লাস করছিল যে এখন দক্ষিণ আফ্রিকাকে জিততে এক বলে ৩ রান করতে হবে এবং সেখানে স্ট্রাইকে নতুন ব্যাটার। অর্থাৎ ভারতের পাল্লা ভারী। তবে নো-বলের কারণে শুধু দক্ষিণ আফ্রিকা বিনামূল্যে এক রান পায়নি, ফ্রি হিটও পেয়েছিল। শবনিম ইসমাইল ফ্রি হিটে এক রান করে ম্যাচ টাই করে দেন। এরপর মিড উইকেটে শেষ বল খেলে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন ডু প্রিয়া। এই ম্যাচে ৫২ রানে অপরাজিত থাকেন ডু প্রিয়া।