বাংলা হান্ট ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কৈলাস মানসরোবর (Kailash Mansarovar) জন্য লিংক রোডের (Link Road) উদ্বোধন করলেন। এই অবসরে চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আর স্থলসেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবানে উপস্থিত ছিলেন।
Delhi: Defence Minister Rajnath Singh inaugurates the Link Road to Kailash Mansarovar via video conferencing. Chief of Defence Staff (CDS) General Bipin Rawat and Chief of Army Staff General Manoj Mukund Naravane also present. pic.twitter.com/f29bKwYgqw
— ANI (@ANI) May 8, 2020
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, রাষ্ট্রের নির্মাণে রাস্তার সবথেকে বড় যোগদান থাকে। বিআরওর প্রশংসাও করেন রাজনাথ সিং আর বলেন, লিপুলেখ পর্যন্ত রাস্তা নির্মাণের ফলে কৈলাস মান সরোবরের রাস্তা আরও সুগম হবে। স্থানীয় মানুষও এই রাস্তার জন্য উপকৃত হবেন।
এই রাস্তার ফলে ভারত আর চিনের ব্যবসায় গতি মিলবে। আরও শক্তিশালী হবে উন্নয়ন। উনি এই অনুষ্ঠানে সড়ক নির্মাণের সময় প্রাণ হারানো জওয়ানদেরও শ্রদ্ধাঞ্জলি দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ফ্ল্যাগ অফ করার পর বিআরও এর বাহন ওই রাস্তা ধরে গুঞ্জির জন্য রওনা দেয়।
তবাঘাট থেকে লিপুলেখ পর্যন্ত রাস্তা তৈরি হওয়ার কারণে সীমান্ত সুরক্ষা দলের ক্ষমতা আরও বাড়বে। তবাঘাট থেকে লিপুলেখ পর্যন্ত মোট ৯৫ কিমি দীর্ঘ রাস্তার কাটিং কার্য সম্পূর্ণ করা হয়েছে। চিনের সীমান্তের কাছে শেষ তিন কিমির কাটিং এর কাজ সুরক্ষার কারণে এখন বাদ রাখা হয়েছে।