বাংলাহান্ট ডেস্ক : দিল্লির বুথ ফেরত সমীক্ষায় (Delhi Assembly Election) শিয়রে বিপদ দেখছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত প্রায় আড়াই দশক পর দিল্লির দখল নিতে চলেছে বিজেপি। যদিও শনিবার ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আম আদমি পার্টি নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারাতে নারাজ।
দিল্লির বুথ ফেরত সমীক্ষার (Delhi Assembly Election) রিপোর্ট
হরিয়ানার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার (Delhi Assembly Election) ফলাফলের দিকে ইঙ্গিত করে আপ নেতাদের দাবি, ‘এগজিট পোল’ কখনোই ‘একজ্যাক্ট’ ফল নয়। ভারতের নির্বাচনী ইতিহাসে অতীতে একাধিকবার বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। আবার অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার সাথে নির্বাচনী ফলাফল মিলে যাওয়ার উদাহরণও রয়েছে একাধিক।
আরোও পড়ুন : মরিয়া চেষ্টা! জেলবন্দি সন্দীপ এবার যা করলেন… ঘুরে যাবে আরজি কর মামলার মোড়?
এবারের দিল্লির বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল কতটা বাস্তবের রূপ নেয় তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার গণনার দিন পর্যন্ত। দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় বুধবার। এই নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্য ম্যাজিক ফিগার ৩৬ টি। একাধিক সংস্থার তরফে বুধবার বিকেলে বুথ ফেরত সমীক্ষার (Delhi Assembly Election) ফলাফল প্রকাশ করা হয়।
সেই সমীক্ষার (Delhi Assembly Election) ফলেই দেখা যাচ্ছে, নির্বাচনী বৈতরণী এবার আর পার করতে পারবে না কেজরিওয়ালের দল। একাধিক সমীক্ষক সংস্থা, ৩৫ থেকে ৫০ টি আসন দিয়ে এগিয়ে রেখেছে বিজেপিকেই। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনে প্রার্থী দিয়েছে আপ, কংগ্রেস এবং বিএসপি (বহুজন সমাজ পার্টি)।
আরোও পড়ুন : মুকেশ আম্বানির জন্য বিরাট ‘লাকি’ মমতা, কেন জানেন? নিজেই সবটা ফাঁস করলেন ধনকুবের
অন্যদিকে, ৬৮ টি আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিল বিজেপি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৬২টি আসন নিয়ে জয়লাভ করে আম আদমি পার্টি। সেবার বিজেপির ঝুলিতে এসেছিল ৮ টি আসন। সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে দিল্লির ক্ষমতা দখল করে আম আদমি পার্টি। অপরদিকে বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র সাড়ে ৩৮ শতাংশ ভোট নিয়ে।
১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত ক্ষমতায় থাকা জাতীয় কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি। এবারও প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে শুন্য আসনেই রাখা হয়েছে। তবে আড়াই দশক পর বিজেপি ফের দিল্লি দখল করতে পারে কি না তার চূড়ান্ত ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী শনিবার পর্যন্ত।