বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই সারা দেশের নজর এখন দিল্লির ভোটের (Delhi Assembly Election) ফলাফলের দিকে। বুথ ফেরত সমীক্ষার আভাসকে সত্যি করেই রাজধানী দিল্লির ভোট গণনার শুরু থেকে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালেটের পাশাপাশি সাধারণ গণনাতেও শুরু থেকেই পিছিয়ে রয়েছে আম আদমি পার্টি। দীর্ঘ ২৭ বছর দিল্লির ক্ষমতা থেকে দূরে রয়েছে বিজেপি। তবে অবশেষে দীর্ঘ প্রায় ৩ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিল্লিতে ফুটতে চলেছে পদ্ম।
দিল্লির ভোটের (Delhi Assembly Election) ফলাফল
দিল্লিতে আম আদমি পার্টির সাথে, শুরু থেকেই পিছিয়ে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিদায়ী উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ভোট (Delhi Assembly Election) গণনার সাথে দেখা যাচ্ছে পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। সকাল সাড়ে ন’টা ৪৫ মিনিট পর্যন্ত বিজেপি ৪২, আপ ২৫ এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে।
যদিও পোস্টাল ব্যালেটের ফলাফল দিয়ে এখনই সার্বিক ফলাফলের ধারণা করা যাবে না মনে করা হচ্ছে। এটা প্রাথমিক ট্রেন্ড মাত্র। তাই আরও কয়েক রাউন্ড গননা না হওয়া পর্যন্ত এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না। আগামী পাঁচ বছর দিল্লি কার দখলে থাকবে তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।
আরও পড়ুন: জোর বিপাকে অনুব্রত! ২৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED, এরপর কি তবে…
আম আদমি পার্টি চতুর্থবারের মতো দিল্লির মনসদ দখল করবে কিনা তা নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। অন্যদিকে দীর্ঘ ২৭ বছরে প্রথমবার খাতা খুলে দিল্লিতে সরকার গঠন করার পথে অনেকটাই এগিয়ে বিজেপি। তাই আপাতত দিল্লির ফলাফলের দিকেই তাকিয়ে গোটা দেশ। আগামী ৫বছরের জন্য আজই নির্ধারিত হতে চলেছে দিল্লির ভাগ্য।
অন্যদিকে গত দু’বার নির্বাচনে ব্যর্থ কংগ্রেসও আশা করছে এবার তারা আরও শক্তিশালী হবে। কড়া নিরাপত্তার মধ্যে চাপা উত্তেজনা নিয়েই শুরু হয়েছে ভোট গণনা। জানা যাচ্ছে শহরের মোট ১১ টি জেলার ১৯ টি কেন্দ্র জুড়ে এই গণনা চলছে। এখন দেখার দিল্লির দেড় কোটি ভোটার আগামী পাঁচ বছরের জন্য শাসক হিসেবে কাকে বেছে নিলেন।