AC বাসে ৩২১ টাকায় ঘুরে আসুন দিল্লি! অবাক লাগছে? রাজধানী সফর এখন অনেক সহজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যোগী সরকারের বড় উপহার দেশবাসীর জন্য! ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকীতে ২০ শতাংশ পর্যন্ত  জানরথ বাসের ভাড়া দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং এই প্রসঙ্গে জানান, বৃহস্পতিবার থেকে দিল্লিগামী (Delhi) বাসে (Bus) নতুন ভাড়া কার্যকর করা হয়েছে বলে খবর।

দিল্লিগামী (Delhi) বাসে (Bus) নতুন ভাড়া

প্রত্যেকটি রুটের বাসে এই ভাড়া প্রযোজ্য হবে।শীতকালে যাত্রীসংখ্যা কমে গিয়েছে। আর সেই জন্যই বাসের ভাড়া কমানো হয়েছে বলে জানা গেছে। যেহেতু শীতকাল তাই যাত্রীদের জন্য বর্তমানে এসি বাসের প্রয়োজন নেই। সেই কারণেই পঁচিশে ডিসেম্বর থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত বাস ভাড়ায় (Fare) এই ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Delhi

বর্তমানে মোরাদাবাদ থেকে দিল্লী (Delhi) যেতে এসি বাসে ৩২১ টাকাতেই পৌঁছানো যাবে সহজেই। ইতিপূর্বে মোরাদাবাদ থেকে দিল্লি (Delhi) পর্যন্ত যেতে গেলে জানরথ বাসে ভাড়া দিতে হতো প্রায় ৩৮০ টাকা। দিল্লি যেতে ২৯৬ টাকায় ভ্রমণ সম্পূর্ণ করা যাবে ৩x২ জানরথ বাসে। ভাড়া কমে যাওয়ার ফলে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী দয়াশঙ্কর সিং এই প্রসঙ্গে বিস্তারিত জানান।

আরোও পড়ুন : বাজারে ঝড় তুলবে Tata Motors! আসছে 2 টি দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি, একবার চার্জেই দৌড়বে 500 কিমি

তার কথায়, “৩x২ জানরথ বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬৩ টাকা থেকে কমিয়ে ১.৪৫ টাকা করা হয়েছে। একইভাবে, ২x২ বাসের ভাড়া ১.৯৩ টাকা থেকে কমিয়ে প্রতি কিলোমিটারে ১.৬০ টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, ভাড়া কমানোর ফলে জানরথ বাসে যাত্রীদের সংখ্যা বাড়বে এবং পরিবহন বিভাগ লাভবান হবে। এই পদক্ষেপ যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ভাড়া কমার ফলে মধ্যবিত্তের পক্ষে ভ্রমণ আরও সাশ্রয়ী হবে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X