তালিয়ার ৯০-ও বাঁচাতে পারল না UP-কে! টানা দুই ম্যাচ জিতে মুম্বাইকে ধরে ফেললো দিল্লি ক্যাপিটালস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই কীর্তি করে দেখালো দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মহিলা আইপিএলের (WPL) প্রথম দুই ম্যাচেই বড় জয় পেলেন শেফালী ভার্মারা। অস্ট্রেলিয়া ও দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সে অসাধারণ জয় নিশ্চিত করেছে। ইউপির হয়ে ব্যাট হাতে প্রবল লড়াই করেও ব্যর্থ হন তালিয়া ম্যাকগ্রাথ (Tahila McGrath)।

গত ম্যাচের মতো আজও টসে হেরেছিল দিল্লি ক্যাপিটালস। ইউপি ওয়ারিয়র্স অধিনায়ক অ্যালিসা হিলি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও টসে হারার কোনও প্রভাব দেখা যায়নি দিল্লির ব্যাটিংয়ে। শেফালী ও মেগ ল্যানিং দুজনেই আগ্রাসীভাবে ইনিংস শুরু করেন। ১৪ বলে ১৭ রান করে তালিয়া ম্যাকগ্রাথের শিকার হয়ে শেফালী আউট হলেও আটকানো যায়নি অজি তারকাকে।

ম্যারিজানে কেপ মাঝে ১৬ রান করে আউট হলেও অসাধারণ ব্যাটিং করে দ্বিতীয় ম্যাচে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন ল্যানিং। ৪২ বলে ১০টি চার ৩টি ছক্কা সহযোগে ৭০ রান করে রাজেশ্বরী গায়কোয়াডের শিকার হন অজি তারকা। এরপর জেমিমা রদ্রিগেজ (৩৪), অ্যালিস ক্যাপসি (২১) এবং জেসিকা জোনাসেন (৪২) আগ্রাসী ব্যাটিং করে দিল্লি স্কোরকে ২১১ অবধি পৌঁছে দেন।

ইউপির কোনও বোলারই দিল্লির রানের গতি আটকাতে পারেননি। রান তাড়া করতে নেমেও শোচনীয় ভাবে ব্যর্থ হয় তারা। তালিয়া ম্যাকগ্রাথ একা কুম্ভ হয়ে লড়াই করেন এবং ৫০ বলে ১১টি চার ও ৪টি ছক্কা সহ ৯০ রানের অপরাজিত থাকেন। তাকে কেউ যোগ্য সঙ্গত দেননি, তাই ইউপি ২০ ওভারে ১৬৯ রানের বেশি তুলতে পারেনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর