চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের পর লাখ টাকার ব্যাট চুরি গেল দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের! জানুন কোথায়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ডেভিড ওয়ার্নারের (David Warner) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) হলো চলতি আইপিএলের (IPL 2023) একমাত্র দল যারা এখনও জয় পায়নি। টুর্নামেন্ট আরম্ভ হওয়ার পর থেকে তারা পর পর পাঁচটি ম্যাচে হারের মুখ দেখেছে। কিন্তু এবার তারা পড়লো নতুন বিপাকে। তাদের কিট ব্যাগ থেকে বেশ কিছু ক্রিকেট সরঞ্জামের খোয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আগের ম্যাচে ব্যাঙ্গালোরের মাঠে হেরে দিল্লি ফেরার সময় তাদের কিছু ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি হয়েছে।

নিজেদের শেষ ম্যাচে বিরাট কোহলির অর্ধশতরানের কারণে তাদের দাপট দেখিয়ে হারিয়েছে আরসিবি। ম্যাচ হেরে ভগ্ন হৃদয় নিয়ে ব্যাঙ্গালোর থেকে দিল্লি পৌঁছানোর পর ক্রিকেটাররা যখন দেখেন যে তাদের কিট ব্যাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম উধাও হয়েছে, তখন সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন।

সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে চুরি হওয়া সরঞ্জামগুলির মধ্যে রয়েছে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার, তারকা অলরাউন্ডার মিচেল মার্চ, ইংল্যান্ডের ফিল সল্ট এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় তরুণ ক্রিকেটার যশ ধুলের ব্যাট সহ ১৬টি ব্যাট, প্যাড, জুতা, উরুর প্যাড এবং গ্লাভস। এখনো অবধি জিনিসগুলির কোনও হদিস পাওয়া যায়নি।

axar warner

 

জানা গিয়েছে যে এই চুরি যাওয়া ব্যাটগুলির প্রত্যেকটির মূল্য এক লাখ টাকা। টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখার পর এমন ঘটনা ঘটায় হতাশ দেশি-বিদেশি সব ক্রিকেটাররাই। ক্রিকেটাররা নিজেদের এই চুরি যাওয়া সরঞ্জাম সম্পর্কে ফ্র্যাঞ্চাইজিকে জানানোর পরে তাদের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এটি ভেবে দেখার বিষয় যে এক্ষেত্রে যেই লজিস্টিক কোম্পানিকে টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের কিট ব্যাগ এবং লাগেজের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, ম্যাচের আগে সময়মতো তাদের পরিবহন নিশ্চিত করা, তাদের এখানে ঠিক কতটা গাফিলতি রয়েছে। লজিস্টিক কোম্পানির আওতায় নেওয়ার জন্য প্রতিটি ম্যাচের পরে সমস্ত ক্রিকেটাররা সাধারণত তাদের ঘরের বাইরে তাদের কিট ব্যাগ রেখে যায়। এই চুরিটা হয়েছে কিনা তা দেখার জন্য তদন্ত চলছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর