বাংলা হান্ট নিউজ ডেস্ক: হেরেই চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। চলতি আইপিএলে (IPL 2023) নিজেদের প্রথম দুই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের কাছে হারের পর আজ রাজস্থান রয়্যালসের কাছে বড় ব্যবধানে হারলো তারা। সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মতো অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার ডিরেক্টর অফ ক্রিকেট এবং রিকি পন্টিংয়ের (Rickey Ponting) মতন তারকা কোচ হিসেবে থাকার পরেও কিভাবে দলের এই অবস্থা হয় সেই নিয়ে আশ্চর্য হচ্ছেন অনেকেই।
আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু তার সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণ করে দেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। তাদের আক্রমণের সামনে দিশেহারা হয়ে যায় দিল্লির বোলাররা। ৫১ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন তারা দুজনে মিলে। যশস্বী ১১ টি চার ও ১টি ছক্কা সহ ৬০ রান করেন। বাটলার ৫১ বলে ৭৯ রানের ইনিংস খেলেন।
এরপর বাংলার হয়ে খেলা মুকেশ কুমার দুই তারকাকেই ড্রেসিংরুমে ফেরত পাঠান। শেষদিকে শিমরণ হেটমায়ার (৩৯) কিছু বড় শট খেলে রাজস্থানকে পৌঁছে দেন ১৯৯ রানের স্কোর অবধি। মুকেশ কুমার ছাড়া একটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও রোভম্যান পাওয়েল। সকলেই আশা করেছিলেন যে দিল্লি রান তাড়া করতে গিয়ে একটি বেশ হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা উপহার দেবেন। কিন্তু তেমনটা হয়নি একেবারেই।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই নিউজিল্যান্ডের তারকা বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট পৃথ্বী শ এবং মনীশ পান্ডেকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিল্লিকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন। এরপর মাঝের ওভারগুলিতে আর রাজস্থানের স্পিনারদের সামলাতে পারেননি দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। কোনও সময় মনে হয়নি যে দিল্লি কোনওভাবে এই ম্যাচে ফিরতে পারে।
অত্যন্ত ধীরগতিতে ব্যাটিং করে ৫৫ বলে ৬৫ রান করেন অধিনায়ক ওয়ার্নার। শনিবারের প্রথম ম্যাচ শেষ হবার পর আপাতত অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। কিন্তু ওয়ার্নার বাদে ললিত যাদব (৩৮) ছাড়া আর কাউকে দেখে মনে হয়নি যে তারা বড় রান করতে পারে। নির্ধারিত করিও হারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছিল দিল্লি। ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল। মাঝের ওভার গুলোতে অসাধারণ বোলিং করে দুই উইকেট পেয়েছেন অশ্বিনও। টানা দুটি বড় হারের পর এই ম্যাচেও ৫৭ রানের ব্যবধানে হেরে লিগ টেবিলের তলানিতেই রয়ে গেল দিল্লি। অপরদিকে ৫৭ রানের ব্যবধানে এই ম্যাচ জিতে তিন ম্যাচের মধ্যে দুটি জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষস্থান অধিকার করলো রাজস্থান।