সৌরভদের অনুশাসন মানা হচ্ছে না! পার্টিতে গিয়ে মহিলার সাথে দুর্ব্যবহার এই DC ক্রিকেটারের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) যাত্রাটা শুরু হয়েছিল অত্যন্ত খারাপ ভাবে। পরপর পাঁচ ম্যাচ হেরে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল দল। কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু সবকিছু যখন ঠিক যাচ্ছিল তখন আর এক নতুন বিপত্তি উপস্থিত ক্যাপিটালস শিবিরে।

এই দলের হেডস্যার রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা জীবনে নিজেদের কেরিয়ার এবং খেলা নিয়ে অত্যন্ত সিরিয়াস ছিলেন দুজনেই। আন্তর্জাতিক পর্যায়ে একজন অধিনায়ক এবং একজন খেলোয়াড় হিসেবেও দুজনের সাফল্য ঈর্ষণীয়। তাই সাধারণ মানুষ আশা করতেই পারে যে তাদের কঠোর অনুশাসনে কাটানো খেলোয়াড় জীবনের প্রভাব পড়বে দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটারদের ওপরেও।

dc

কিন্তু সম্প্রতি দলটিকে কেন্দ্র করে এমন একটি ঘটনা ঘটেছে যার পরে এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। জানা গিয়েছে খেলা শেষ এরপর একটি পার্টিতে গিয়ে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছেন দলের এক ক্রিকেটার। যদিও দিল্লি ক্যাপিটালস শিবির আপাতত তার নাম গোপনে রেখেছে যাতে এই সময় দলের মনোযোগ কোনওভাবেই বিঘ্নিত না হয়।

এই ঘটনার পর দলের ম্যানেজমেন্ট কিছু করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। রাত্রি দশটার পর আর কোনও অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না, ডেভিড ওয়ার্নাররা। এছাড়া বাইরে কোনও ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে হোটেল ত্যাগ করতে হলে ফ্র্যাঞ্চাইজির একজিকিউটিভদের জানিয়ে যেতে হবে।

উপরিউক্ত নিয়মগুলি না মানলে কড়া শাস্তি দেওয়া হবে ক্রিকেটারদের। জানা গিয়েছে এই নিয়ম অমান্য করলে ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। বেশি বাড়াবাড়ি হলে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গও করা হতে পারে। পরের ম্যাচে নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে হবে তাদের। তার আগে আর কোনও ঝামেলা চায় না ম্যানেজমেন্ট।

X