IPL 2022 শুরুর আগেই তুমুল বিতর্ক, দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ শুরু হওয়ার আগে, সমস্ত দল মুম্বাইতে জড়ো হতে শুরু করেছে। মুম্বাইয়ের তিনটি ভিন্ন গ্রাউন্ডে গ্রূপ লিগের ম্যাচগুলি আয়োজিত হওয়ার কথা, কিন্তু তার আগেই এখানে নানানরকম সমস্যা দেখা যাচ্ছে। মঙ্গলবার মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালস টিম বাসে হামলা হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এর ৫-৬ জন সদস্য পার্কিং লটে দাঁড়ানো দিল্লি ক্যাপিটালসের একটি বাসে হামলা ও ভাঙচুর করেছে। পুলিশ এখানে এসব লোকের বিরুদ্ধে মামলাও করছে।

আইপিসির ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সৌভাগ্যের বিষয় এই ঘটনায় দিল্লি ক্যাপিটালসের কোনও সদস্য হতাহত হয়নি। যারা বাস ভাঙচুর করেছে তারা রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এর কর্মী। তারা তাজ হোটেলের পাশে দাঁড়ানো বাস ভাঙচুর করে। অভিযোগ উঠেছে যে আইপিএলে দলগুলি দিল্লির সংস্থাকে বাসের চুক্তি দিয়েছে, যখন তারা দাবি করেছে যে এটি স্থানীয় সংস্থাকে অর্থাৎ মহারাষ্ট্রর কোনও সংস্থাকে দেওয়া উচিত ছিল।

dc team bus

সকলেই হয়তো জেনে গিয়েছেন যে মুম্বাইয়ের তিনটি ভিন্ন স্টেডিয়ামে আইপিএলের মোট ৫৫ টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলি সিসিআই, দিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার আগে, সমস্ত দল মুম্বাইয়ের বিভিন্ন হোটেলে জড়ো হয়েছে।

আমরা যদি দিল্লি ক্যাপিটালসের বিষয়ে কথা বলি, তাহলে রিশভ পন্থের নেতৃত্বে এই দলের প্রথম ম্যাচটি ২৭শে মার্চ খেলা হবে। সেই ম্যাচটি আয়োজিত হবে মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত কোনও আইপিএল শিরোপা জিততে পারেনি। পাঁচবার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।


Reetabrata Deb

সম্পর্কিত খবর