সুপার ওভারে ম্যাচ জিতে এই খেলোয়াড়কে জয়ের নায়ক বললেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার

বাংলা হান্ট ডেস্কঃ এইদিন মরু শহর দুবাইয়ে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচে ভারতের দুই তরুণ অধিনায়ক কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দিল মাত শ্রেয়স আইয়ার।

এইদিন নির্ধারিত ওভারর খেলা শেষ হওয়ার পর দুই দলের স্কোর সমান হয়ে যায়। ম্যাচ টাই হাওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে বাজিমাত করে দিল্লি ক্যাপিটালস। এইদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে 157 রান কবে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ম্যাচের হাল ধরেন ওপেনার মায়ানক আগরওয়াল। মায়ানকের 89 রান ওপর ভর করে ম্যাচে ফিরে আসে কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু সুপার ওভারে হারতে হয় পাঞ্জাবকে।

i 1 1

এইদিন ম্যাচ জয়ের পর জয়ের কৃতিত্ব দক্ষিণ আফ্রিকান তারকা বোলার কাগিসো রাবাডাকে দেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেন, ” গত মরশুমেও আমরা একটি সুপার ওভার খেলেছিলাম এবং সেই ম্যাচে জয়লাভ করেছিলাম। আমাদের এই ম্যাচের গতি বদলে দিয়েছে কাগিসো রাবাডার চার ওভার। আমাদের লক্ষ্য ছিল ইনিংসের শেষ পর্যন্ত রাবাডার ওভার বাঁচিয়ে রাখার। আর সেটাই আমাদের ম্যাচে ফিরিয়েছিল। এছাড়াও সুপার ওভারে রাবাডা যেভাবে বল করলো সেটা সত্যিই প্রশংসনীয়। পিচে ঘাস ছিল এবং বল ঘুরছিল আর এটাই কাজে লাগিয়েছে রাবাডা।”


Udayan Biswas

সম্পর্কিত খবর