বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ নিয়ে (Waqf Amendment Act) কেন্দ্র বনাম আদালত তরজা এগোলো আরও এক ধাপ। বিগত কিছুদিন ধরেই ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সরকার এবং শীর্ষ আদালতের মধ্যে চলছে চাপানউতোর। এমনকি সরাসরি শীর্ষ আদালতের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছে বিজেপি সাংসদদের। এবার ওয়াকফ (Waqf Amendment Act) বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার।
ওয়াকফ ইস্যুতে (Waqf Amendment Act) শীর্ষ আদালতে বক্তব্য রাখল কেন্দ্র
শুক্রবার ওয়াকফ প্রসঙ্গে একটি হলফনামা জমা দিয়ে শীর্ষ আদালতে বক্তব্য রাখা হয় কেন্দ্রের তরফে। ওয়াকফের (Waqf Amendment Act) বিষয়ে কেন্দ্রের দাবি, যেকোনো পরিস্থিতিতেই ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে। কেন্দ্রের স্পষ্ট বক্তব্য, ওয়াকফ (Waqf Amendment Act) একটি স্থায়ী আইন। যৌথ কমিটির সুপারিশের মাধ্যমে পাশ হয়েছে এই আইন। তাই এই সংশোধিত আইনে স্থগিতাদেশ চাপানোর ক্ষমতা স্বয়ং আদালতেরও নেই।
স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট: উল্লেখ্য, সম্প্রতি ওয়াকফ (Waqf Amendment Act) শুনানি পর্বে নতুন ওয়াকফ সংশোধিত আইনের উপরে সাময়িক স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ এবং ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আগামী শুনানি পর্যন্ত এই সংশোধিত আইনে স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরো পড়ুন : কলকাতায় থেকে-খেয়ে রোজগার করলেও দেননি করের টাকা, এবার বড় পদক্ষেপ নিল পুরসভা, ঘুম উড়ল অনেকের
আদালত কেন্দ্রের বিবাদ: এই ঘটনাকে কেন্দ্র করেই শীর্ষ আদালত এবং কেন্দ্রের বিবাদ। দেশের বিচারব্যবস্থার বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, দেশে ধর্মীয় যুদ্ধের জন্য সুপ্রিম কোর্টই দায়ী। নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে শীর্ষ আদালত (Supreme Court)। সবকিছুর জন্যই যদি সুপ্রিম কোর্টে যেতে হয় তাহলে সংসদ এবং রাজ্যের বিধানসভাগুলি বন্ধ করে দেওয়া উচিত।
আরো পড়ুন : ‘মাথা উঁচু হয়ে আছে…’, পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত আদিলের জন্য গর্বিত বাবা
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেও বিজেপি সাংসদের মন্তব্যই সমর্থন করতে দেখা গিয়েছিল। কটাক্ষ করে তিনি বলেছিলেন, সংসদের উর্দ্ধে কোনো কর্তৃপক্ষ নেই সংবিধানে। সংসদই সর্বোচ্চ এবং শেষ। বিজেপি সাংসদের মন্তব্যের দায়ভার আগে এড়িয়ে গেলেও এবার এ বিষয়ে অবস্থান জানিয়ে বিতর্কে আরো ধুনো দিল কেন্দ্র।