দিল্লিতেই সায়গলকে জেরা ED-র! অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে ৮ দিনের হেফাজতের নির্দেশ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ আরও বিপাকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন (Saygal Hossain)। গরু পাচার মামলায় আরো আট দিনের ইডি (Enforcement Directorate) হেফাজতের নির্দেশ দিল দিল্লি (Delhi) রাউজ অ্যাভিনিউ কোর্ট। এক্ষেত্রে রাজধানীতে চলবে সায়গলের জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ইতিমধ্যেই তোলপাড় বঙ্গ রাজনীতি। এই মামলায় সর্বপ্রথম গ্রেফতার করা হয় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে। এক্ষেত্রে পাচার কাণ্ডে তদন্ত করতে নেমে সায়গলের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে একজন সাধারণ দেহরক্ষী হয়ে কিভাবে তাঁর কাছে এত সম্পত্তি এলো, তা খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে তদন্তকারী অফিসাররা।

পরবর্তীতে এই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সায়গলের পাশাপাশি বর্তমানে অনুব্রত মণ্ডল-ও হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার দাবি, গরু পাচার কাণ্ডে অনুব্রতর হয়ে কাজ করতেন সায়গল। এক্ষেত্রে তৃণমূল নেতার প্রাক্তন দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও একাধিক নয়া তথ্য হাতে আসবে বলে তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানায় ইডি।

প্রসঙ্গত, এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে ইডির আবেদন খারিজ হয়ে গেলেও পরবর্তীতে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট নির্দেশ দিয়ে জানায়, সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে এসে জেরা করতে পারবে তদন্তকারী সংস্থা। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়েও এক প্রকার খালি হাতে ফিরতে হয় সায়গল হোসেনের আইনজীবীকে।

saygal anu

গত ২১ শে অক্টোবর ট্রেনে করে আসানসোল থেকে দিল্লিতে নিয়ে আসা হয় সায়গল হোসেনকে। এক্ষেত্রে দিল্লি আদালতে শুনানি চলাকালীন অভিযুক্তকে এক সপ্তাহের জন্য হেফাজতের নির্দেশ দেয় বিচারক। উল্লেখ্য, এদিন ফের একবার আদালতে পেশ করা হয় সায়গলকে আর অবশেষে দুই পক্ষের দাবি দাওয়া শোনার পর পুনরায় একবার ৮ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। এক্ষেত্রে দিল্লিতেই সায়গলকে জিজ্ঞাসাবাদ করা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

Sayan Das

সম্পর্কিত খবর