৩ জেলায় অসঙ্গতি, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে ‘পত্রবোমা’ কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক : আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) বরাদ্দ অর্থ নিয়ে এবার রাজ্যকে চিঠি দিল কেন্দ্র (Central)। এইদিন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে নবান্নের (Nabanna) ঠিকানায় ‘পত্রবোমা’ পাঠিয়ে চাওয়া হয়েছে প্রকল্পের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (ATR)। সূত্রের খবর, কেন্দ্রের প্রতিনিধি দল রাজ্যে প্রকল্পের কাজ পরিদর্শন করতে এসে তিন জেলায় অসংগতি খুঁজে পেয়েছেন। এবং আগামী ১৫ দিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ পেয়ে তা সরেজমিনে তদন্ত করতে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। বাংলার বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেছিলেন সেই আধিকারিকরা। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন জেলাশাসক, বিডিও-রা। সেই সার্ভে থেকে যে তথ্য উঠে আসে তার ভিত্তিতে এ রাজ্যে আবাস যোজনার টাকা বন্ধ করে দেয় কেন্দ্র।

এই প্রসঙ্গে ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, রাজ্যের তরফে মঙ্গলবারই জবাবি চিঠি পাঠানো হবে। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের অর্থ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত বহুদিন ধরেই চলছিল। শাসকদলের অভিযোগ ছিল, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পগুলির টাকা এখনও আটকে আছে। পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা নিয়েও চলছে আন্দোলন। সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে সুদূর দিল্লির মাটিতেও।

আরও পড়ুন : ভোটের আবহে বড় খবর! শিক্ষক নিয়োগ নিয়ে বড় বয়ান জেলা শিক্ষা সাংসদের চেয়ারম্যানের

যদিও এই প্রতিবাদে মন গলেনি কেন্দ্রের। উলটে মন্ত্রণালয়ের তরফ থেকে রাজ্যের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। রাজ্য এই বিষয়ে সরব হলে কেন্দ্রের তরফে সাফ জানানো হয় যে, অর্থ অনুযায়ী কাজের হিসেবে গরমিল রয়েছে। তাই প্রকল্পের বরাদ্দ বন্ধ করা হয়েছে। আর রাজ্য কেন্দ্রের এই সংঘাতের মাঝেই নবান্নকে ‘পত্রবোমা’ পাঠালো গ্রামোন্নয়ন মন্ত্রক।

আরও পড়ুন : তড়িঘড়ি তলব নেতাদের! এবার কি বৃহত্তর আন্দোলনে মমতা ব্যানার্জি? তৎপরতা ঘিরে জল্পনা

1594933296 nabanna

সূত্রের খবর, এই চিঠিতে বাংলার তিন জেলা কালিম্পং, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবাস যোজনার কাজে অসংগতির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এবং চলতি মাসের মধ্যেই এই গরমিল নিয়ে রাজ্যের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়েছে দিল্লি। সময়সীমা দেওয়া হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। যদিও সূত্রের খবর, রাজ্য ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। আগামি মঙ্গলবারই জবাবি চিঠি পাঠাতে চায় রাজ্যের পঞ্চায়েত দপ্তর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর