অটোর ছাদে ‘মিনি গার্ডেন’ বানিয়ে তাক লাগালেন চালক, ছবি শেয়ার করলেন IAS Officer

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অটোর (Auto) ছাদের উপর বাগান! অবাক হচ্ছেন ? দিল্লির একজন অটো চালকের এই আকর্ষণীয় আইডিয়ার জন্য অটোর ছাদের বাগানটি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেখা যাচ্ছে, গরমের হাত থেকে বাঁচতে চালক তার গাড়ির উপরে একটি ‘মিনি বাগান’ তৈরি করেছেন। আর সেই কারণেই টুইটারে শেয়ার করা অটোর ছবি মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি করেছে।

আইএএস অফিসার সুপ্রিয়া সাহু ছবিগুলি টুইটারে পোস্ট করেছেন। তিনি বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা করার জন্য ছবির সাথে একটি ক্যাপশনে কিছু কথাও লিখেছেন। তিনি টুইট করেছেন, “আজই দিল্লিতে ইন্ডিয়া গেটে এক বন্ধু ক্লিক করেছেন। মহেন্দ্র কুমার নামের এক অটো চালক, নিজেকে এবং যাত্রীদের গরমের হাত থেকে রক্ষা করার জন্য একটু ঠান্ডা অনুভূতির আশায় তার অটোর ছাদে একটি মিনি বাগান গড়ে তুলেছেন৷ আমেজিং ইন্ডিয়ান,” ।

তিনি তার পোস্টে দুটি হ্যাশট্যাগও যোগ করেছেন, সেগুলো হল #ক্লাইমেট্যাকশন এবং #কুলঅটো।
পোস্টটি কয়েকদিন আগে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে টুইটারে এই পোষ্টটির লাইক সংখ্যা ছুঁয়েছে প্রায় 1,500। টুইটারে এই পোস্ট দেখার পর বহু মানুষ নানারকম মন্তব্য করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন “আমি তাকে আমার কলেজের (জাকির হোসেন দিল্লি কলেজের) সামনে অনেকবার দেখেছি, একবার আমি আমার কলেজ থেকে সিপি পর্যন্ত তার অটোতে চড়েছিলাম, আমার একমাত্র উদ্দেশ্য ছিল তাকে এবং তার মহান উদ্যোগকে সমর্থন করা।” অন্য একজন লিখেছেন “হ্যাঁ, এটা আশ্চর্যজনক উদ্ভাবনী ধারণা” । আরো এক নেটিজেনের কথায় “সিপি রাস্তায় এই অটো দেখেছি, বুদ্ধিমান।” সব মিলিয়ে, অটোর ছাদে তৈরী মিনি বাগানের জন্য লোকজনের উৎসাহ উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X