দিল্লী গণনার সমীক্ষাঃ আম আদমি পার্টির মজবুত স্থিতি, আগে এগিয়ে চলেছে বিজেপি

দিল্লী বিধানসভা ভোটে (Delhi Election)  নিজেদের পদ শক্ত করার সাথে আম আদমি পার্টির অনেকটা নিকট পৌছে গেল বিজেপি। ধীরে ধীরে নিকট আসার সাথা সাথি সূত্রের অনুসারে জানা গেছে যে বিজেপি আগের তুলনায় ২ শতাংশ বেশি ভোট অর্জন করেছে। ২৭ ই জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহিক অঙ্কর অনুসারে, বিজেপি ২০ জানুয়ারির ২৯.২ শতাংশর তুলনায় এইবার ৩১.২ শতাংশ মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেখানেই আম আদমি পার্টির শতাংশ ৫৩.৮ % থেকে কমে ৫০.৬% হয়ে দাড়িয়েছে, অর্থাৎ ৩.২ শতাংশের ঘাটতি।

05 01 2020 manoj and arvind 19907854 12722614

কংগ্রেস এখনো এই দল গুলির থেকে অনেকটাই পিছিয়ে আছে। যদিও এই সপ্তাহে তারাও আগের বারের তুলনায় ২ শতাংশ উন্নতি করেছে, তবে তা বিশেষ ফলপ্রসু হয়নি। আগের বার কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩.৪ শতাংশ যা এখন বেড়ে ৫.৩ শতাংশ হয়েছে।

১৬ ই জানুয়ারির ফল অনুসারে দেখা দেছে যে ২৬.৩ শতাংশ জনতার বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেখানেই দিল্লীর ট্রেকার পোল অনুযায়ী আপ এর খাতায় অঙ্কের হার ছিল ৫৩.৩ শতাংশ । বিশেষজ্ঞদের মোটে আম আডোমী পার্টির ঝুলিতে ৫৯ টি সিট আসার সম্ভবনা রয়েছে। সেখানেই তাদের মতে বিজেপির সম্ভবনা ৮ টি সিট জেতার।

দিল্লী বিধানসভার ৭০ টি সিটের ওপর ৮ ফেব্রুয়ারি ভোট গননা করা হবে। তার ফল জানা যাবে ১১ই ফেব্রুয়ারি তে।


সম্পর্কিত খবর