দিল্লিতে বিপর্যস্ত আপ! “শূন্য”-তে থেকেও প্রতিশোধ নিল কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : আড়াই দশক পর দিল্লির দখল নিতে চলেছে কি বিজেপি? এখনো পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election) গণনার ফলের ট্রেন্ড অন্তত তেমনটাই ইঙ্গিত করছে। প্রাথমিকভাবে গণনায় দেখা যাচ্ছে আম আদমি পার্টির থেকে আসন সংখ্যার নিরিখে বেশ খানিকটা এগিয়ে রয়েছে পদ্ম শিবির।

দিল্লি নির্বাচনে (Delhi Election) ভোট কাটাকাটির অঙ্ক

শেষ হাসি হাসবে কে তার উত্তর মিলবে আর কিছুক্ষণ পর। তবে ২৭ বছর পর যদি দিল্লির সিংহাসনে বিজেপির প্রত্যাবর্তন হয় তাহলে তার পিছনে যে কংগ্রেসের ‘হাত’ রয়েছে তা অস্বীকার করা যাবে না। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বেশ খানিকটা ভোট কেটে নিয়েছিল আম আদমি পার্টি (Aam Aadmi Party)।

আরোও পড়ুন : ৬ মাস অতিক্রান্ত! এবার সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে তিলোত্তমার মা-বাবা, রবিতে যা ঘটতে চলেছে

এবার দিল্লির বিধানসভা নির্বাচনে (Delhi Election) সেই ‘কাটাকুটির’ পাল্টা দিল কংগ্রেস। ওয়াকিবহল মহলের বক্তব্য, দিল্লিতে আপের বিপর্যয়ের পিছনে বড় ফ্যাক্টর হতে পারে কংগ্রেসের ভোট কাটা। অনেকেই ভেবেছিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সাথে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, কংগ্রেসকে দিল্লির ১৫ টি আসন ছেড়ে দেবে আম আদমি পার্টি।

আরোও পড়ুন : দিল্লিতে পদ্ম-ঝড়! এই ৭ কারণেই বিজেপির কাছে ধরাশায়ী কেজরিওয়ালের আপ

তার সাথে অন্যান্য দলগুলিকে দেওয়া হবে ১-২ টি করে আসন। বাকি আসনগুলিতে লড়াই করবে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। তবে এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল নিজেই জানান, ‘আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই।’

Delhi Election aap and indian national congress equation

শেষ পর্যন্ত আম আদমি পার্টি ও কংগ্রেস (Indian National Congress) একা লড়ার সিদ্ধান্ত নেয় দিল্লিতে। এমন সম্ভাবনা তৈরি হয়েছিল হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগেও। তবে শেষ পর্যন্ত হরিয়ানায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে নামে হাত ও ঝাড়ু শিবির। সেক্ষেত্রে হরিয়ানাতে কংগ্রেসের বহু ভোট কেটে নেয় আপ শিবির।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর