বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশ অপেক্ষা করছে আজকের এক্সিট পোলের। আজ দিল্লীর নির্বাচন (DELHI ELECTION) শেষ হয়েছে। আর তারপর থেকেই সবার চোখ টিভির পর্দায়। কে আসতে চলেছে এবার দিল্লীতে? কার দখলে থাকবে দিল্লী? সবার আগে আপনাদের সামনে এক্সিট পোলের পরিণাম তুলে ধরছি আমরা।
TIMES NOW-IPSOS এর এক্সিট পোল অনুযায়ী … দিল্লীর ৭০ টি আসনের মধ্যে ৪৮ টি আসন দখল করছে কেজরীবালের আম আদমি পার্টি। বিজেপির হাতে থাকছে ২৬ টি আসন। আর কংগ্রেসের হাত গত বারের মতো এবারও শুন্য।
REPUBLIC-JAN KI BAAT এর এক্সিট পোল অনুযায়ী … দিল্লীর ৭০ টি আসনের মধ্যে ৪৮ থেকে ৬১ টি আসন দখল করছে কেজরীবালের আম আদমি পার্টি। বিজেপির হাতে থাকছে ৯ থেকে ২১ টি আসন। আর কংগ্রেস পাচ্ছে শুন্য থেকে ১ টি আসন।
NETA-NEWSX এর এক্সিট পোল অনুযায়ী … দিল্লীর ৭০ টি আসনের মধ্যে ৫৩ থেকে ৫৭ টি আসন দখল করছে কেজরীবালের আম আদমি পার্টি। বিজেপির হাতে থাকছে ১১ থেকে ১৭ টি আসন। আর কংগ্রেস পাচ্ছে শুন্য থেকে ২ টি আসন।
NEWSX-POLSTRAT এর এক্সিট পোল অনুযায়ী … দিল্লীর ৭০ টি আসনের মধ্যে ৫০ থেকে ৫৬ টি আসন দখল করছে কেজরীবালের আম আদমি পার্টি। বিজেপির হাতে থাকছে ১০ থেকে ১৪ টি আসন। আর কংগ্রেসের হাত গত বারের মতো এবারও শুন্য।
ABP-CVOTER এর এক্সিট পোল অনুযায়ী … দিল্লীর ৭০ টি আসনের মধ্যে 49 থেকে 63 টি আসন দখল করছে কেজরীবালের আম আদমি পার্টি। বিজেপির হাতে থাকছে 05 থেকে 19 টি আসন। আর কংগ্রেস পাচ্ছে শুন্য থেকে 4 টি আসন।