রাজধানী দিল্লীতে ব্যান হল ছট পুজো, কেজরীবালের উপর ক্ষুব্ধ হিন্দিভাষীরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লিতে ছট পূজার উৎসব উদযাপন নিয়ে শুরু হলো বিতর্ক। বৃহস্পতিবার দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএম) তরফে জানানো হয়েছিল, করোনা মহামারীর কথা মাথায় রেখে নদীর তীর এবং মন্দির সহ সর্বজনীন স্থানে ছট পূজা উদযাপন এবারের মত নিষিদ্ধ। প্রসঙ্গত গত বছরেও করোনা কালে ছট পুজো উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি সরকার। এবার ফের একবার সেই পথেই হাঁটলো তারা।

এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, “আমরাও চাই যে জীবন আবার ট্র্যাকে ফিরে আসুক এবং ছট পূজার উৎসব পুরো উৎসাহের সাথে উদযাপিত হোক, কিন্তু মানুষ জলাশয়ে দাঁড়িয়ে সন্ধ্যা ও সকালে ‘অর্ঘ্য’ দেয়।” এক্ষেত্রে যদি কোন মানুষ করোনা সংক্রমিত হয় তাহলে জলের মাধ্যমে তা ছড়িয়ে পড়তে পারে এবং আগামী দিনে তা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। দিল্লি সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপি অন্যান্য বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছে। বিজেপি তরফে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মনোজ তিওয়ারি বলেন, “এইভাবে ছট পুজোকে বন্ধ করে দেওয়া এক ধরনের অবিচার।” তিনি আরও বলেন, করোনা কালে মেট্রোও তো বন্ধ ছিল, এখন চলাচল শুরু করেছে। বাস চলছে, প্রথম প্রথম নিয়ম ছিল একটি সিট ছেড়ে বসতে হবে এখন তো সম্পূর্ণ ভর্তি হয়ে চলছে। সিনেমা হল খুলে গেছে, মল খুলে গেছে, ঠেক খুলে গেছে, বাজারও খুলে দেওয়া হয়েছে। করোনা তো সবমিলিয়েই রয়েছে।তাই শুধুমাত্র ছটকে ব্যান করে দেওয়া একেবারেই অবিচার। তার মতে কোভিড নিয়ম মেনে ছট পুজোর অনুমতি দেওয়া উচিত।

যদিও দিল্লির তরফে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, যারা ছট পুজো নিয়ে নেওয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তাদের উচিত মানুষের মধ্যে কোভিড নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা করা এবং এই প্রচেষ্টায় সরকারকে সাহায্য করা। তবে সব মিলিয়ে ধর্মীয় পুজো পার্বণ ফের একবার রাজনীতির বিষয় হয়ে উঠে এলো দিল্লিতে।

 

X