করোনা আবহে মসজিদে নামাজ পড়া নিয়ে কড়া সিদ্ধান্ত হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ অতীতের সব রেকর্ড ভেঙে ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে রাশ টানতে লকডাউন করা যাবে না বলে আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে জনসচেতনতার উপরই ভরসা রেখেছেন তিনি।

তবে রাজনৈতিক এবং ধর্মীয় সভা-সমাবেশও যে এই মুহূর্তে করোনার অন্যতম উৎসস্থল হয়ে উঠতে পারে তা আগেই আন্দাজ করেছে বিশেষজ্ঞ মহল। সেই মত একাধিক রাজ্যে নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক সমাবেশে করোনা বিধি কঠোরভাবে মানার আর্জি জানানো হয়েছে। অন্যদিকে ধর্মীয় সভা-সমাবেশও যাতে এই মুহূর্তে করোনার উৎস স্থল হয়ে না ওঠে তার জন্যও কঠোর হচ্ছে প্রশাসন।

Delhi HC reprimands Delhi police for “half-baked” probe into confessional statement leak in Delhi riots case; calls it “useless piece of paper - TheLeaflet

সেই মত দিল্লির (Delhi)নিজামউদ্দিন মার্কাজে (Nizamuddin Markaz) চলতি রমজান মাসে ৫০ জনের অধিককে নিয়ে নামাজ পড়ার অনুমতি খারিজ করল হাইকোর্ট (Delhi High Court)। বিচারপতি পৃথিবা এম সিং নিজামউদ্দিন থানার স্টেশন হাউস অফিসারকেব মসজিদে বাংলি ওয়ালীর প্রথম তলায় দিনে পাঁচ বার নামাজ (Namaz )পড়ার অনুমতি দিল। বাকি তলা নামাজ পড়ার জন্য ব্যবহার নিষিদ্ধ করল। তবে সেই নামাজে যোগদিতে পারবে সর্বোচ্চ ৫০ জন বলে নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

উল্লেখ্য, দেশের রাজধানীতেও করোনার দাপট ক্রমে ভয়াল হয়ে উঠছে। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) তরফে সেখানে সপ্তাহান্তে জারি করা হয়েছে কারফিউ (Curfew)। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। ওই সময়ের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা বাদে সব বাজার, জিম, অডিটোরিয়াম, শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছে।


সম্পর্কিত খবর