বাংলাহান্ট ডেস্ক : দিল্লি (Delhi) সরকারের দেওয়া করোনায়(Corona) মৃত্যুর সংখ্যা বাস্তবে করোনার মৃত সংখ্যার থেকে আলাদা। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্মশান ও কবরস্থানে ৩০০ জনেরও বেশি মরদেহ পাওয়া গেছে। তবে সরকারী নথিতে এই সংখ্যা মাত্র ৬৮। হাসপাতালের মৃত্যুর ডেটাও সরকারী রেকর্ড থেকে আলাদা। একদিন আগেও শোনা গেছিলো দিল্লি সরকার করোনায় মৃত্যুর সংখ্যা লোকাচ্ছে।আর বাস্তবে যে সংখ্যা মিলেছে তার থেকে আলাদা হাসপাতালের রেকর্ড।
অনেকদিন ধরেই তথ্য গোপন করার খবর আসছিলো
বেশ কিছু দিনে ধরে এই খবর আসছিলো। কিছুদিন আগেও একটা তথ্য পাওয়া গেছিলো যেখানে দিল্লিতে করোনা সংখ্যা ছিলো সবথেকে বেশী। দিল্লির পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি আর করোনা সত্যকে আড়াল করে চলেছে কেজরিওয়াল সরকার । হাসপাতাল আর মানুষের মৃত্যুর পরিহার এর পরিসংখ্যান একই বিষয়টির দিকে ইঙ্গিত করছে যে দিল্লির করোনায় দেশে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর কারণ হচ্ছে।লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সায়ত্রিশ হাজার।
সূত্রের খবর অনুযায়ী মারা গেছেন বহু
সূত্রের খবর অনুযায়ী , দিল্লি সরকার জানায় শনিবার পর্যন্ত করোনায় মাত্র ৬৮ জন মারা গেছেন কিন্তু করোনার ভাইরাস প্রোটোকলের অধীনে মৃতের যে সংখ্যা তা তিনশোর বেশি। এদিকে দিল্লিতে করোনায় কয়েকশো লোক মারা গেছেন। প্রতিদিনের দিল্লির বিভিন্ন হাসপাতালে করোনায় মৃত্যুর নিবন্ধের তথ্য প্রমাণ করে চলছে পরিস্থিতি খুব ভয়াবহ। কিন্তু দিল্লির কেজরিওয়াল সরকারের করোনার কারণে মৃত্যুর বিষয়ে কাউকে সত্যি তথ্য দিচ্ছেনা। আর তাতে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।