বাংলা হান্ট ডেস্কঃ গত বছর প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পপতি রতন টাটার (Ratan Tata)। এবার এক মামলার পরিপ্রেক্ষিতে প্রয়াত শিল্পপতির নাম, ছবি, টাটা লোগো ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট। এক মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশ, কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রতনজির নাম, ছবি, টাটা লোগো ব্যবহার করা যাবে না (Delhi High Court)।
রতন টাটার নাম ব্যবহারে নিষেধাজ্ঞা- Ratan Tata
‘রতন টাটা আইকন অ্যাওয়ার্ড’ নামে পুরস্কার বিতরণের উদ্যোগ নিয়েছিলেন রজত শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। রজতবাবুর এই উদ্যোগ বৌদ্ধিক সম্পত্তি আইনের পরিপন্থী। এই দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিল স্যর রতন টাটা ট্রাস্ট (Sir Ratan Trust) এবং টাটা ট্রাস্টস (Tata Trusts)।
এদিন মামলা দিল্লি হাইকোর্টে উঠলে বিচারপতি মিনি পুষ্করানা বলেন, শিল্পপতি রতন টাটা নাম অত্যন্ত পরিচিত একটি চিহ্ন বা প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। বিচারপতির মন্তব্য, শিল্পপতির নাম সংরক্ষিত হওয়া উচিত।
মামলাকারীর আবেদনের ভিত্তিতে ওই পুরুস্কার বিতরণী পক্ষ জানিয়েছে প্রয়াত রতন টাটার নাম ব্যবহার করা বা সেই নাম ব্যবহার করে কোনও পুরস্কার প্রদান করা হবে। শুনানি চলাকালীন, অভিযুক্তপক্ষ প্রয়াত রতন টাটার নাম ব্যবহার না করার এবং পুরস্কার বাতিল করার বিষয়ে সম্মত হন। এরপরই মামলাটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ১০০০ থেকে ১৫০০ আর ১২০০ বেড়ে ২০০০! বছরের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার মন্ত্রীর
তবে ওই ব্যক্তিকে মুচলেখা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। পাশাপাশি উচ্চ আদালত প্রয়াত শিল্পপতির জনপ্রিয়তার নিরিখে ‘রতন টাটা’ (Ratan Tata) শব্দ দুটিকে একটি সুপরিচিত ট্রেডমার্ক হিসেবে গণ্য করা যায় কি না, তাও বিবেচনা করছে।