প্রবল সঙ্কটের মধ্যেও বাড়িতে অক্সিজেন সিলেন্ডার জমিয়ে রেখেছিল AAP বিধায়ক, নোটিশ পাঠাল হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ গোপনে অক্সিজেন মজুত রাখা আর সেগুলোকে বিতরণ করার অভিযোগে দিল্লী হাইকোর্ট শুক্রবার আম আদমি পার্টির বিধায়ক তথা দিল্লী সরকারে মন্ত্রী ইমরান হুসেনকে নোটিশ জারি করে জবাব চেয়েছে। হাইকোর্ট ইমরান হুসেনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর ভাবে নিয়ে দিল্লী সরকারের কাছেও জবাব চেয়েছে। বিচারক বিপিন সাঙ্ঘি আর রেখা পল্লির বেঞ্চ এই মামলায় AAP বিধায়ককে শনিবার শুনানির সময় উপস্থিত থাকার আদেশ জারি করেছিল।

এই বিষয়ে দিল্লী সরকারের তরফ থেকে আইনজীবী রাহুল মেহরা আদালতকে আস্বস্ত করেছে যে, অক্সিজেন, ওষুধ অথবা চিকিৎসার অন্যান্য উপকরণ মজুত রাখা আর কালোবাজারি করা সমস্ত মানুষের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। মেহরা আদালতে জানান এরকম মজুত বিজেপি নেতা গৌতম গম্ভীর করুক আর আপ বিধায়ক ইমরান হুসেন করুক অথবা অন্য কেউ, তাঁরা দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

বিজেপির সাংসদ গৌতম গম্ভীর টুইট করে জানিয়েছেন, করোনার চিকিৎসায় উপযোগী ওষুধ ওনার কার্যালয়ে উপলব্ধ আছে আর যাদের সেগুলো প্রয়োজন তাঁরা নিতে পারেন। গম্ভীর এও জানিয়েছেন যে, তিনি অক্সিজেন কনসেনট্রেটরের বন্দোবস্ত করছেন, যাদের দরকার তাঁরা স্বাচ্ছন্দে নিতে পারেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর