রাজধানী হয়ে যাবে মরুভূমি! প্রকাশ্যে এল এক ভয় ধরানো কারণ, উদ্বেগ বাড়াল হাইকোর্টের তথ্য

বাংলাহান্ট ডেস্ক : সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কয়েকদিন আগেই নতুন রেকর্ড তৈরি করে রাজধানী দিল্লি (Delhi)। ৫২.৩ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রার পারদ। যদিও সেই রেকর্ড পরবর্তীকালে ভেঙে দেয় নাগপুর। তবে যে হারে দিল্লিতে দূষণ বেড়ে চলেছে, তাতেই বিশেষজ্ঞদের ধারণা আগামী দিনে হিট চেম্বারে পরিণত হতে চলেছে রাজধানী।

এই আবহে দিল্লি হাইকোর্ট গাছ কাটা নিয়ে সতর্ক করল। হাইকোর্টের পর্যবেক্ষণ, নতুন প্রজন্ম যদি গাছ কাটা বন্ধ না করে, তাহলে অচিরেই মরুভূমিতে পরিণত হবে দিল্লি। দিল্লির অরণ্য সুরক্ষার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল  ‘ইন্টারনাল ডিপার্টমেন্টাল কমিটি’। অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমি ওয়াজিরির নেতৃত্বাধিন এই কমিটি পরিকাঠামোর অভাবে সঠিকভাবে কাজই করতে পারেনি।

আরোও অনেক : চব্বিশে ঘুরে গেল ‘খেলা’! বাংলায় সবুজ ঝড়, সবুজ আবীরে মেখে সেলিব্রেশন শুরু TMC কর্মী সমর্থকদের

শুনানিতে বলা হয়েছে, অফিস, কর্মী, যাতায়াতের সুবন্দোবস্ত না থাকায় কাজে ব্যাঘাত পেয়েছে  ইন্টারনাল ডিপার্টমেন্টাল কমিটি। আদালত আগামী ১৫ই জুনের মধ্যে প্রশাসনকে সব কিছু নতুন ভাবে সাজিয়ে তুলতে বলেছে। কমিটিকে যথেষ্ট পরিমাণ সাহায্যে আশ্বাস দিয়েছেন মুখ্য বনসংরক্ষক। আগামী ২৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরোও অনেক : ইলন মাস্কের নতুন দুষ্টুমি! এক্স হ্যান্ডেলে এবার দেখা যাবে পর্ন ভিডিও

অন্যদিকে, গাছ কাটা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের (Uttarpradesh) বিরুদ্ধে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (National Green Tribunal) মামলা করেছে। তীব্র দাবদাহে যখন দেশে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তখন উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩৩ হাজারের বেশি গাছ কেটে ফেলার।

delhi trees 1200

গাজিয়াবাদ, মিরাট, মুজফ্ফরনগরের উপরে ১১১ কিলোমিটার যাত্রাপথে এই গাছগুলি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী ৮ই জুলাই। যদিও ইতিমধ্যে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দফতরের পক্ষ থেকে এক লাখ দশ হাজার গাছ কেটে ফেলার অনুমতি দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর