নিজেকে ‘শাহি পরিবারের’ সদস্য বলে পরিচয় দিয়ে দিল্লির হোটেলের সঙ্গে লক্ষাধিক টাকা প্রতারণা ব্যক্তির

বাংলাহান্ট ডেস্ক: নিজেকে ‘শাহি পরিবারের’ কর্মী বলে একটি হোটেলের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় ২৩ লক্ষ টাকার বিল না মিটিয়েই দিল্লির লীলা প্যালেস হোটেল থেকে পালিয়ে গিয়েছিলেন (Delhi Hotel Fraud) ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তাঁর খোজ করছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, ধৃত মহম্মদ শরিফ নিজেকে আবু ধাবির শাহি পরিবারের একজন কর্মী পরিচয় দিয়ে দিল্লির লীলা প্যালেস হোটেলে থাকছিলেন। মাসের পর মাস ওই পাঁচ তারা হোটেলে থাকার পর বিল না মিটিয়েই উধাও হয়ে যান তিনি। গত বছরের ১ অগস্ট দিল্লির ওই পাঁচ তারা হোটেলে থাকতে আসেন মহম্মদ শরিফ। এরপর ২০ নভেম্বর অবধি হোটেলে থাকার পর কাউকে কিছু না জানিয়েই চলে যান তিনি। 

leela palace delhi

তিন মাসের জন্য তাঁর হোটেলের বিল হয়েছিল ৩৫ লক্ষ টাকা। এর মধ্যে সাড়ে ১১ লক্ষ টাকা দিয়েছিলেন। বাকি ২৩-২৪ লক্ষ টাকা না দিয়েই পালিয়ে যান মহম্মদ। শুধু তাই নয়, হোটেলের ঘর থেকে একাধিক মূল্যবান জিনিসও চুরি করেন তিনি। রূপোর বাসন ও মুক্তোর একটি ট্রে চুরি করেছিলেন তিনি। এরপরেই দিল্লি পুলিশের দারস্থ হন হোটেল কর্তৃপক্ষ। 

 

sheikh back

হোটেলের তরফের অভিযোগে জানানো হয়েছে, শরিফ নিজেকে সংযুক্ত আরব আমিরশাহির বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। এছাড়াও সেখ ফালাহ বিন জায়েদ আল নাহ্যানের অফিসে কর্মরত বলে জানিয়েছিলেন তিনি। সেখ ফালাহ বিন জায়েদ আল নাহ্যান আবু ধাবির রাজ পরিবারের এক সদস্য। মহম্মদ শরিফ হোটেলে জানান, অফিসের কিছু কাজে তিনি ভারতে এসেছেন। 

একইসঙ্গে একটি জাল ব্যবসার কার্ডও জমা দিয়েছিলেন হোটেলে। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহির রেসিডেন্ট কার্ড ও অন্যান্য নথিপত্রও জমা দিয়েছিলেন। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে একটি চুরি ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত মহম্মদ শরিফের বিরুদ্ধে।  

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর