দিল্লির জাহাঙ্গীরপুরীতে চলছে বুলডোজার! ভাঙা হচ্ছে একাধিক বেআইনি নির্মাণ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক দিনে বিতর্কের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে দিল্লির জাহাঙ্গীরপুরী নামক এলাকা। একের পর এক বিতর্কিত কার্যকলাপের মধ্যে দিয়ে বর্তমানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। কিছুদিন পূর্বেই হনুমান জয়ন্তীতে শোভাযাত্রার উপর পাথর ছোড়া আর গুলি চালানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। আর এবার সেই জাহাঙ্গীরপুরী এলাকার অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা শুরু করছে প্রশাসন।

সূত্রের খবর, দিল্লি জাহাঙ্গীরপুরী এলাকায় রাস্তার উপর ঠেলা থেকে বস্তি সহ একাধিক বেআইনি নির্মাণ উচ্ছেদের অভিযানে এদিন রাস্তায় নামে উত্তর দিল্লি পুর নিগম। পুলিশের ঘেরাটোপের মধ্যে এদিন বুলডোজার দিয়ে উচ্ছেদ চালানো হয়। স্বভাবতই, এই খবরটি সামনে আসার পর এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই উত্তেজনা যাতে সংঘর্ষে পরিণত না হয়, সেই কারণেই কর্পোরেশনের পক্ষ থেকে এলাকায় একাধিক পুলিশ মোতায়েন করা হয়।

বলে রাখা ভালো, কিছুদিন পূর্বে দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা রাস্তার উপর ‘বেআইনি নির্মাণকারীদের’ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলার পরেই এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারপরেই বুধবার থেকে শুরু হয় সেই বেইআইনি নির্মাণ ভাঙার অভিযান।

বুলডোজার প্রসঙ্গে এদিন উত্তর দিল্লি পুর নিগমের মেয়র ইকবাল সিংহ জানান, “গোটা রাজধানীজুড়ে আমরা উচ্ছেদ বিরোধী অভিযান চালাবো। পূর্বে একাধিক বার এই অভিযানের জন্য নিরাপত্তার অনুরোধ করেছিলাম পুলিশের কাছে। কিন্তু আক্ষেপের সুরেই আমাদের জানাতে হচ্ছে যে, সেই ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয়নি।” তাঁর এই মন্তব্যের পর এদিন স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক জানান, “পুলিশের পক্ষ থেকে উত্তর দিল্লি পুরনিগমের উচ্ছেদ অভিযানে সম্পূর্ণ নিরাপত্তা দান করা হবে। আইন-শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, সেদিকে আমাদের সবসময় নজর রয়েছে।”


Sayan Das

সম্পর্কিত খবর